ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২০ মে ২০২৫, ৬ জ্যৈষ্ঠ ১৪৩২

অধ্যায় : প্রথম প্রাণিজগতের শ্রেণিবিন্যাস খাদিজা ফেরদৌস

অষ্টম শ্রেণির শিক্ষার্থীদের বিজ্ঞান

প্রকাশিত: ০০:২৫, ৮ ফেব্রুয়ারি ২০২২

অষ্টম শ্রেণির শিক্ষার্থীদের বিজ্ঞান

প্রাক্তন শিক্ষক এসএএফএস লন্ডন স্কুল, ঢাকা বহু নির্বাচনি প্রশ্নোত্তর ১। হাইড্রার দেহগহ্বর কী নামে পরিচিত? ক) হিমোসিল খ) নেফ্রিডিয়া গ) নিডোব্লাস্ট ঘ) সিলেন্টেরন উত্তর: ঘ) সিলেন্টেরন ২। কোন প্রাণীর দেহে নিডোব্লাস্ট নামক বৈশিষ্ট্যপূর্ণ কোষ থাকে? ক) হাইড্রা খ) স্ফাইফা গ) ঝিনুক ঘ) আরশোলা উত্তর: ক) হাইড্রা ৩। কোন প্রাণীর দেহে শিখা অঙ্গ থাকে? ক) কাঁকড়া খ) কেচোঁ গ) গোলকৃমি ঘ) ফিতাকৃমি উত্তর: ঘ) ফিতাকৃমি ৪। অন্তঃপরজীবীর বৈশিষ্ট্য হলো- ক) দেহ খ-ায়িত খ) উভয় লিঙ্গ গ) এক লিঙ্গ ঘ) ফুসফুস দ্বার শ্বাসকার্য চালায় উত্তর: গ) এক লিঙ্গ ৫। জোঁক কোন পর্বের প্রাণী? ক) নিডারিয়া খ) নেমাটোডা গ) অ্যানেলিডা ঘ) মলাস্কা উত্তর: গ) অ্যানেলিডা ৬। প্রাণিজগতের কোন পর্বের প্রাণীদের সংখ্যা সবচেয়ে বেশি? ক) নিডারিয়া খ) নেমাটোডা গ) অ্যানেলিডা ঘ) আর্থ্রোপোডা উত্তর: ঘ) আর্থ্রোপোডা ৭। কোন প্রাণীর হিমোসিল থাকে? ক) ইলিশ খ) পাবদা গ) হাঙ্গর ঘ) চিংড়ি উত্তর: ঘ) চিংড়ি ৮। কোনটি আর্থ্রােপোডা পর্বের প্রাণী? ক) শামুক খ) কাঁকড়া গ) জোঁক ঘ) তারামাছ উত্তর: খ) কাঁকড়া ৯। শামুক কোন পর্বের প্রাণী? ক) মলাস্কা খ) নেমাটোডা গ) পরিফেরা ঘ) অ্যানিলিডা উত্তর: ক) মলাস্কা ১০। মুক্তজীবী সামুদ্রিক প্রাণীরা কীসের সাহায্যে চলাচল করে? ক) সিটা খ) পেশিবহুল পা গ) নালিপদ ঘ) পাখনা উত্তর: গ) নালিপদ ১১। সমুদ্র শশা কোন পর্বের প্রাণী? ক) পরিফেরা খ) নিডারিয়া গ) অ্যানেলিডা ঘ) একাইনোডার্মাটা উত্তর: ঘ) একাইনোডার্মাটা ১২। কোন মেরুদন্ডী প্রাণীটি সরীসৃপ শ্রেণিভুক্ত? ক) দোয়েল খ) কুমির গ) সোনাব্যাঙ ঘ) পেট্্েরামাইজন উত্তর: খ) কুমির ১৩। উট কোন পর্বের প্রাণী? ক) নিডারিয়া খ) নেমাটোডা গ) একাইনোডার্মাটা ঘ) কর্ডাটা উত্তর: ঘ) কর্ডাটা ১৪। শ্রেণিবিন্যাসের দ্বারা জানতে পারি- i) জীবের মধ্যকার মিল অমিল সম্পর্ক ii) জীবের সৃষ্টির রহস্য সম্পর্ক iii) জীবের মধ্যকার পারস্পরিক সম্পর্ক সম্বন্ধে নিচের কোনটি সঠিক? ক) i, ii খ) i, iii গ) ii, iii ঘ) i, ii, iii উত্তর: খ) i, iii ১৫। ফিতা কৃমির- i) দেহ নলাকার ii. ছোষক ও আংটা থাকে iii) দেহে পোষ্টিকতন্ত্র অনুপস্থিত নিচের কোনটি সঠিক? ক) i, ii খ) i, iii গ) ii, iii ঘ) i, ii, iii উত্তর: গ) ii, iii ১৬। কেঁচোর বৈশিষ্ট্য- i) নেফ্রিডিয়া ii) পুঞ্জাক্ষি iii) খান্ডায়িত দেহ নিচের কোনটি সঠিক? ক) i, ii খ) i, iii গ) ii, iii ঘ) i, ii, iii উত্তর: খ) i, iii ১৭। একাইনোডারমাটা পর্বের বৈশিষ্ট্য- i) এদের দেহত্বক কাঁটাযুক্ত ii) দেহ পাঁচটি সমানভাগে বিভক্ত iii) দেহ খন্ডায়িত ও সন্ধিযুক্ত উপাঙ্গ বিদ্যমান। নিচের কোনটি সঠিক? ক) i, ii খ) i, iii গ) ii, iii ঘ) i, ii, iii উত্তর: ক) i, ii ১৮। বৈজ্ঞানিক নাম লিখা হয়- i) ল্যাটিন ভাষায় ii) গ্রীক ভাষায় iii) ইংরেজী ভাষায় নিচের কোনটি সঠিক? ক) i, ii খ) i, iii গ) ii, iii ঘ) i, ii, iii উত্তর: খ) i, iii ১৯। দেহ লোম দ্বারা আবৃত কোন শ্রেণির প্রাণীর? ক) সরীসৃপ খ) উভচর গ) পক্ষীকূল ঘ) স্তন্যপায়ী উত্তর: ঘ) স্তন্যপায়ী জ্ঞানমূলক প্রশ্ন ও উত্তর প্রশ্ন: ১। Spongilla কোন পর্বের প্রাণী? উত্তর: Spongilla পরিফেরা পর্বের প্রাণী। প্রশ্ন: ২। ফিতাকৃমির রেচন অঙ্গ কী? উত্তর: ফিতাকৃমির রেচন অঙ্গ হচ্ছে শিখা অঙ্গ। প্রশ্ন : ৩। সিলেন্টরন কাকে বলে? উত্তর: নিডারিয়া পর্বের প্রাণীদের দেহগহ্বরকে সিলেন্টরন বলে। প্রশ্ন: ৪। হিমোসিল কাকে বলে? উত্তর: আর্থ্রােপোডা পর্বের প্রাণীদের দেহের রক্তপূর্ণ দেহ গহব্বরকে হিমোসিল বলে। প্রশ্ন: ৫। সন্ধিপদযুক্ত উপাঙ্গ কোন পর্বের প্রাণীতে বিদ্যমান? উত্তর: সন্ধিপদযুক্ত উপাঙ্গ আর্থ্রােপোডা পর্বের প্রাণীতে বিদ্যমান। প্রশ্ন:-৬। পেস্ট কী? উত্তর:- ক্ষতিকর পোকাদের পেস্ট বলা হয়। প্রশ্ন: ৭। মলাস্কা পর্বের প্রাণীদের বাসস্থান বর্ণনা কর? উত্তর: মলাস্কা পর্বের প্রাণীদের বাসস্থান বৈচিত্র্যপূর্ণ। এরা পৃথিবীর প্রায় সকল পরিবেশে বাস করে। এ পর্বের প্রায় সব প্রাণী সামুদ্রিক এবং সাগরের বিভিন্ন স্তরে বাস করে। কিছু প্রজাতি পাহাড় অঞ্চলে, বনাঞ্চলে এবং স্বাদু পানিতেও বাস করে। প্রশ্ন: ৮। আর্থোপোডা পর্বের দুটি বৈশিষ্ট্য লেখো। উত্তর: আর্থোপোডা পর্বের দুটি বৈশিষ্ট্য নিম্নরূপ: র) দেহ খ-ায়িত ও সন্ধিযুক্ত উপাঙ্গ বিদ্যমান রর) মাথায় একজোড়া পুঞ্জাক্ষি ও অ্যান্টেনা থাকে। প্রশ্ন : ৯। কোন প্রাণীর দ্বিপদ নামে কয়টি অংশ থাকে এবং এগুলো কি কি? মানুষের বৈজ্ঞানিক নাম কী? উত্তর: প্রাণীর দ্বিপদ নামে দুটি থাকে। দ্বিপদ নাম অংশ দুটি হলো-গণ (এবহঁং) এবং প্রজাতি (ঝঢ়বপরবং)। মানুষের বৈজ্ঞানিক নাম হলো-ঐড়সড় ঝধঢ়রবহং. প্রশ্ন: ১০। ইউরোকর্ডাটার বৈশিষ্ট্যগুলো কী কী? উত্তর: ইউরোকর্ডাটার বৈশিষ্ট্যগুলো নিম্নরূপ: i) প্রাথমিক অবস্থায়-এদের ফুলকা রন্ধ্র থাকে ii) এদের পৃষ্ঠদেশে প্রাথমিক পর্যায়ে ফাঁকা মেরুরজ্যু থাকে iii) এদের লেজে নটোকর্ড থাকে iv) এদের গলবিল প্রশস্ত এবং অসংখ্য ছিদ্রযুক্ত।
×