
ছবি: দৈনিক জনকণ্ঠ
গুজব ও ভুয়া তথ্য প্রতিরোধে চট্টগ্রামে প্রথমবারের মতো বিশ্ববিদ্যালয় পর্যায়ে তথ্য যাচাইভিত্তিক প্ল্যাটফর্ম ‘রিউমার ব্রেকার’-এর আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়েছে। বিজিসি ট্রাস্ট বিশ্ববিদ্যালয় বাংলাদেশের সাংবাদিকতা ও গণমাধ্যম অধ্যয়ন বিভাগের শিক্ষার্থীদের উদ্যোগে এবং শিক্ষকদের তত্ত্বাবধানে গঠিত এই প্ল্যাটফর্ম তথ্য বিভ্রান্তির বিরুদ্ধে সচেতনতা তৈরির পাশাপাশি যাচাইভিত্তিক সাংবাদিকতায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন সংশ্লিষ্টরা।
গতকাল রোববার (২৯ জুন) দুপুরে বিশ্ববিদ্যালয়ের আইকিউএসি সেমিনার হলে এক জমকালো আয়োজনে প্ল্যাটফর্মটির উদ্বোধন করেন উপাচার্য প্রফেসর ড. এ.এফ.এম. আওরঙ্গজেব। একই অনুষ্ঠানে বিভাগের মাল্টিমিডিয়া ল্যাবেরও আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সাংবাদিকতা ও গণমাধ্যম অধ্যয়ন বিভাগের চেয়ারম্যান ইয়াসির সিলমী এবং সঞ্চালনায় ছিলেন প্রভাষক মো. নকিব। স্বাগত বক্তব্য দেন আয়োজনের আহ্বায়ক প্রভাষক তাসনুভা তাহসিন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার ড. এসএম শোয়েব, ব্যবসায় প্রশাসন বিভাগের চেয়ারম্যান প্রফেসর ড. মো. সরোয়ার উদ্দীন, ডেপুটি রেজিস্ট্রার সালাউদ্দিন শাহরিয়ার, প্রভাষক সরওয়ার কামাল, নঈম উদ্দীন, অতিথি শিক্ষক হেদায়েতুল ইসলাম জুয়েল, আবদুল হাবিব ও প্রভাষক নওরিন আফরিন।
প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য বলেন, “তথ্য যাচাই ছাড়া আমরা অনেক সময় ভুল ও বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে দিই। এমনকি সাংবাদিকদের মধ্যেও এই প্রবণতা দেখা যায়। এই বাস্তবতায় রিউমার ব্রেকার সময়োপযোগী ও গুরুত্বপূর্ণ একটি উদ্যোগ, যা শিক্ষার্থীদের হাতে গড়া এবং সমাজের জন্য কল্যাণকর।” তিনি মাল্টিমিডিয়া ল্যাবকে সাংবাদিকতা শিক্ষায় যুগান্তকারী সংযোজন হিসেবেও উল্লেখ করেন।
অনুষ্ঠানে জানানো হয়, ‘রিউমার ব্রেকার’-এর পরীক্ষামূলক কার্যক্রম শুরু হয়েছিল তিন মাস আগে। ইতোমধ্যে প্ল্যাটফর্মের কয়েকজন ফ্যাক্ট চেকার বিভিন্ন অনলাইন গুজব ও বিভ্রান্তিকর তথ্য যাচাই করে প্রতিবেদন প্রকাশ শুরু করেছেন। ভবিষ্যতে বাংলা ও ইংরেজি ভাষায় ফ্যাক্ট চেক রিপোর্ট, ভিডিও কনটেন্ট, সচেতনতামূলক ক্যাম্পেইন এবং গবেষণাধর্মী কার্যক্রম পরিচালনার পরিকল্পনা রয়েছে।
চেয়ারম্যান ইয়াসির সিলমী বলেন, “শিক্ষার্থীদের এই প্ল্যাটফর্ম শুধু গুজব বিরোধেই নয়, বরং সাংবাদিকতায় তথ্যের সত্যতা ও গ্রহণযোগ্যতা নিশ্চিত করতে ভূমিকা রাখবে। আমরা আশা করি, রিউমার ব্রেকার একদিন দেশের গণ্ডি পেরিয়ে আন্তর্জাতিক পরিসরেও কাজ করবে।”
উদ্বোধনী আয়োজনে প্রদর্শিত হয় সাংবাদিকতা বিভাগের একটি পরিচিতিমূলক প্রামাণ্যচিত্র। অতিথিরা ‘রিউমার ব্রেকার’-এর লোগো উন্মোচন করেন এবং মাল্টিমিডিয়া ল্যাব ঘুরে দেখেন। শিক্ষার্থীরা এই ল্যাব থেকে সরাসরি একটি লাইভ নিউজ বুলেটিন সম্প্রচার করেন, যা উপস্থিত দর্শকদের প্রশংসা কুড়ায়।
সবশেষে ‘জেএমএস সংলাপ’ শীর্ষক এক আলোচনায় অংশ নেন উপাচার্য ও রেজিস্ট্রার, যেখানে বিশ্ববিদ্যালয়ের শিক্ষা-ব্যবস্থা ও সাংবাদিকতা শিক্ষার ভবিষ্যৎ নিয়ে মতবিনিময় হয়।
নোভা