ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ০১ মে ২০২৫, ১৭ বৈশাখ ১৪৩২

সহ-সভাপতি প্রার্থী সাকিফ শামিমের ঘোষণা

এফবিসিসিআইয়ের জিবি মেম্বারদের ল্যাবএইডে ওয়ানস্টপ চিকিৎসা সেবা দেওয়া হব

অর্থনৈতিক রিপোর্টার

প্রকাশিত: ২২:১২, ৩০ এপ্রিল ২০২৫

এফবিসিসিআইয়ের জিবি মেম্বারদের ল্যাবএইডে ওয়ানস্টপ চিকিৎসা সেবা দেওয়া হব

সাকিফ শামিমের ঘোষণা

ব্যবসায়ী ও শিল্পপতিদের শীর্ষ সংগঠন এফবিসিসিআইয়ের সকল জিবি (সাধারণ সদস্য) মেম্বারদের ল্যাবএইডে ওয়ানস্টপ চিকিৎসা সেবা দেওয়ার ঘোষণা দিয়েছেন ল্যাবএইড ক্যান্সার হাসপাতাল অ্যান্ড সুপার স্পেশালিটি সেন্টারের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) সাকিফ শামীম। তিনি জানান, সুস্থ দেহে সুস্থ মন।

শারীরিকভাবে সুস্থ একজন মানুষই কেবল ব্যবসা-বাণিজ্যের মাধ্যমে দেশের অর্থনীতিকে এগিয়ে নিতে পারেন। আর এ কারণে ব্যবসায়ী সমাজ বিশেষ করে এফবিসিসিআইয়ের সকল সদস্য ও তাদের পরিবারবর্গকে স্বল্প খরচ ও বিশেষ ডিসকাউন্টে চিকিৎসা সেবা নিশ্চিত করবে ল্যাবএইড কর্তৃপক্ষ। সারাদেশে ল্যাবএইডের ৩৫টি সার্ভিস সেন্টারের বিশেষ বুথ থেকে এই সেবা পাবেন ব্যবসায়ীরা। 
জিবি মেম্বারদের সুযোগ-সুবিধা নিশ্চিত করা এবং সারাদেশের ব্যবসায়ী সমাজের পক্ষে কথা বলতে আগামী এফবিসিসিআই নির্বাচনে সাকিফ শামিম সংগঠনটির সহসভাপতি পদে নির্বাচন করার প্রস্তুতি নিচ্ছেন। তার পক্ষে নির্বাচনী প্রচার-প্রচারণা চালাচ্ছেন এফবিসিসিআইয়ের সাধারণ ভোটাররা। তাদের মতে, এফবিসিসিআইতে এখন তরুণ, আধুনিক মনা ও মেধাবী নেতৃত্ব খুব প্রয়োজন। সেদিক থেকে সাকিফ শামিম একজন যোগ্য প্রার্থী। তিনি দেশের অর্থনীতি ও ব্যবসায়ীদের পক্ষে কাজ করতে পারবেন।

এদিকে, তরুণ এই উদ্যোক্তা দেশের স্বাস্থ্যখাত বিনির্মাণের এক স্বপ্নবাজ পুরুষ। নিজ হাতে গড়ে তুলেছেন ল্যাবএইড ক্যান্সার হাসপাতাল ও সুপার স্পেশালিটি সেন্টার। এর পাশাপাশি কাজ করছেন, ল্যাবএইড ডায়াগনস্টিক সেন্টার, ল্যাবএইড কার্ডিয়াক হাসপাতাল, ল্যাবএইড ফার্মাসিউটিক্যালস, ল্যাবএইড প্রোপার্টিজ, ল্যাবএইড এগ্রোস, ভারচুকেয়ার বিডি.এআই, পাওসিটিভ  ভেটেরিনারি ক্লিনিক লি. লাইফ প্লাস বিডি, প্রাইম সাইন ক্লিনিং সার্ভিস লিমিটেডসহ ৩০টিরও বেশি প্রতিষ্ঠানে। সবগুলো প্রতিষ্ঠান এক একটি সফল প্রতিষ্ঠানে পরিণত হয়েছে। 
বিগত ৩৫ বছর ধরে দেশের স্বাস্থ্যখাতে ল্যাবএইড এখন এক অনবদ্য সাফল্যগাথা ইতিহাসের নাম। যেখানেই তিনি হাত দিয়েছেন সেখানেই সোনা ফলিয়েছেন তরুণ উদ্যোক্তা সাকিফ শামিম। এ প্রসঙ্গে তিনি বলেন, দেশের অর্থনীতিকে এগিয়ে নেওয়ার এখন এক দারুণ সময় পার করছি আমরা। এই সময় কাজে লাগাতে হবে। এজন্য দেশের ব্যবসায়ী সমাজকে এক প্ল্যাটফর্মে আসতে হবে। আর এই কাজটি এগিয়ে নিতে ব্যবসায়ী ও শিল্পপতিদের শীর্ষ সংগঠন এফবিসিসিআইয়ের আগামী নির্বাচনে তিনি সহসভাপতি প্রার্থী হবেন।

জিবি মেম্বারদের মধ্যে তাকে নিয়ে জোরেশোরে আলোচনা শুরু হয়েছে। সম্প্রতি এফবিসিসিআইয়ের একজন জিবি মেম্বারের কথা উল্লেখ করে তিনি বলেন, আর্থিক সংকটে তার চিকিৎসা ব্যাহত হচ্ছিল, এ অবস্থায় ল্যাবএইড কর্তৃপক্ষ তার দিকে মানবিকতার হাত বাড়িয়ে দিয়েছে। তার চিকিৎসা চলছে, তিনি এখন ভালো আছেন। সাকিফ শামিম বলেন, আমরা সবধরনের ব্যবসায়ীদের পাশে দাঁড়াতে চাই। বছরে একবার হলেও সবার মেডিক্যাল চেকআপ হওয়া উচিত।
কিন্তু এটি জরুরি হলেও কেউ মেডিক্যাল চেকআপ করে না। এজন্য ল্যাবএইডের সকল শাখায় এফবিসিসিআই বুথ চালু করা হবে। যেখান থেকে বিশেষ ছাড়ে ওয়ানস্টপ চিকিৎসা সেবা পাবেন ব্যবসায়ী ও তার পরিবারবর্গ। এ ছাড়া এফবিসিসিআইতে নির্বাচিত হতে পারলে তিনি দেশের সাব কন্ট্রাক্টিং শিল্প এগিয়ে নিতে কাজ করার ঘোষণা দিয়েছেন। তিনি বলেন, সাব কন্ট্রাক্টিং শিল্প বিকাশ হলে দেশের এসএমই বা ক্ষুদ্র ও মাঝারি শিল্পখাত বিকশিত হওয়ার সুযোগ তৈরি হবে। সমৃদ্ধ হবে দেশের ব্যাকওয়ার্ড লিঙ্কেজ শিল্পগুলো।

এ ছাড়া দেশের সাধারণ মানুষও যাতে স্বল্পমূল্যে চিকিৎসা সেবা পায় সেই উদ্যোগ রয়েছে ল্যাবএইডের। বিশেষ করে মরণঘাতী ক্যান্সার চিকিৎসায় ইতোমধ্যে নির্মাণ করা হয়েছে ল্যাবএইড ক্যান্সার হাসপাতাল অ্যান্ড সুপার স্পেশালিটি সেন্টার। হাসপাতালটি বাংলাদেশের সর্বপ্রথম ক্যান্সারকেন্দ্রিক স্বাস্থসেবা প্রতিষ্ঠান। হাসপাতালের ১৪ তলা আধুনিক ভবনে রোগীদের জন্য ১৫০টিরও বেশি শয্যা, জরুরি সুবিধা, আইসিইউ ইউনিট, ডায়ালাইসিস এবং উপশমকারী সেবা রয়েছে।

এ ছাড়াও এতে কেমোথেরাপি, রেডিওথেরাপি, ব্র্যাকিথেরাপি, ইমিউনোথেরাপি এবং হরমোনোথেরাপির সুবিধা রয়েছে এবং ক্যান্সার নির্ণয়ের জন্য ডেডিকেটেড আধুনিক ল্যাবরেটরি রয়েছে। ল্যাবএইড ক্যান্সার হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক সাকিফ শামিম আরও বলেন, ল্যাবএইড প্রায় ৩৫ বছরের পুরানো একটি প্রতিষ্ঠান এবং এটির একটি সুনাম রয়েছে।

হাসপাতালটি রোগীকেন্দ্রিকতা এবং নৈতিকতার চেতনায় স্বাস্থ্যসেবা প্রদানের দৃষ্টিভঙ্গি নিয়ে প্রতিষ্ঠিত হয়েছে। এই হাসপাতালটি বাংলাদেশের সার্বিক ক্যান্সার চিকিৎসা ও যত্নে আমূল পরিবর্তন আনতে যাচ্ছে বলে জানান তিনি।

×

শীর্ষ সংবাদ:

যেই সরকার জনগণের ভোটে নির্বাচিত হবে তারা জনগণের কাছে দায়বদ্ধ থাকবে: আমীর খসরু
জামায়াত নেতারা রাজাকার হলে পাকিস্তানে গাড়ি বাড়ি থাকতো : শামীম সাঈদী
এনসিপির সঙ্গে আমার ব্যক্তিগত সম্পৃক্ততা নেই- উমামা ফাতেমা
‘বাংলাদেশি’ সন্দেহে আটকদের অধিকাংশই ভারতীয় মুসলমান
ইয়েমেনে হামলা চালিয়েই সাগরে ডুবে গেল মার্কিন সর্বাধুনিক যুদ্ধবিমান
জামিন পেলেননা তারেক রহমানের খালাতো ভাই তুহিন
লন্ডনে আজ আর্সেনাল পিএসজি মহারণ
১৭ অভিনয়শিল্পীর নামে মামলা, তালিকায় আছেন নুসরাত ফারিয়া-অপু বিশ্বাস-ভাবনাসহ অনেকেই
১০০ টাকা মূল্যমানের প্রাইজবন্ডের ১১৯তম ড্র অনুষ্ঠিত হবে আগামীকাল
স্বর্ণের দাম, রেকর্ড উচ্চতা থেকে পতনের পথে
কুমিল্লায় পুলিশ-সেনাবাহিনীর চাকরির নামে প্রতারণা: দালালসহ ১৩ জন গ্রেফতার
১২ বছর বয়সী ছেলে শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগে ৩ মাদ্রাসা শিক্ষক গ্রেফতার