ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ জুলাই ২০২৪, ১২ শ্রাবণ ১৪৩১

কম সময়ে বিমা দাবি পরিশোধ করবে এনআরবি ইসলামিক লাইফ ইন্স্যুরেন্স

প্রকাশিত: ২১:৫২, ১৯ মে ২০২৪

কম সময়ে বিমা দাবি পরিশোধ করবে এনআরবি ইসলামিক লাইফ ইন্স্যুরেন্স

এনআরবি ইসলামিক লাইফ ইন্স্যুরেন্স।

এনআরবি ইসলামিক লাইফ ইন্স্যুরেন্স নিরবিচ্ছিন্ন গ্রাহক সেবা নিশ্চিত করতে দেশজুড়ে ৮৫টি শাখায় কার্যক্রম চলছে কোম্পানিটির। ২৪ ঘণ্টা থেকে সাত দিনের মধ্যে মৃত বীমা দাবি পরিশোধ করা কোম্পানির অন্যতম অঙ্গীকার।

কোম্পানি সংশ্লিষ্টরা জানান, দাবি পরিশোধ সংক্রান্ত প্রয়োজনীয় কাগজপত্র জমাদানের মাত্র ৪ দিনের মধ্যে গ্রাহকের মনোনীত-ব্যক্তি বীমা দাবি পেয়ে যাবেন। এছাড়া, দেশীয় সকল জীবন বীমা প্রতিষ্ঠানের মধ্যে ১ম, ২য়, ও ৩য় বছরে সর্বোচ্চ প্রিমিয়াম অর্জন করেছে প্রতিষ্ঠনটি। ওভারসিজ ব্যবসা পরিচালনাকারী বাংলাদেশ সরকারের অনুমোদনপ্রাপ্ত একমাত্র জীবন বীমা প্রতিষ্ঠান এনআরবি ইসলামিক লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড। 

এনআরবি ইসলামিক লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের সিইও মো. শাহ্ জামাল হাওলাদার বলেন,‘নিয়ম অনুযায়ী এনআরবি ইসলামিক লাইফ ইনসুরেন্সের কার্যক্রম দুর্বার গতিতে এগিয়ে চলছে।’

এনআরবি ইসলামীক লাইফের সারা বাংলাদেশে মোট গ্রাহক সংখ্যা ২৭ হাজার ৩৮৭ জন। মোট সম্পদ ৪৪ কোটি ১৫ লাখ ৪২ হাজার ১৪৬ টাকা। লাইফ ফান্ড ১৬ কোটি ৬৩ লাখ ৫১ হাজার ৫২৮ টাকা। বিনিয়োগ ১৬ কোটি ৬৯ লাখ ৬৯ হাজার ৪৩৬ টাকা। বীমা দাবি পরিশোধ ১ কোটি ৬৬ লাখ টাকা। অনুমোদিত মুলদন ১ কোটি এবং পরিশোধিত মূলধন ১৮ কোটি টাকা। 

 

এম হাসান

×