ঢাকা, বাংলাদেশ   শনিবার ০৯ নভেম্বর ২০২৪, ২৫ কার্তিক ১৪৩১

বিনা প্রতিদ্বন্দ্বিতায় ডিএসইর পরিচালক রিচার্ড ডি রোজারিও

অর্থনৈতিক রিপোর্টার

প্রকাশিত: ২২:৪৩, ২৭ নভেম্বর ২০২৩

বিনা প্রতিদ্বন্দ্বিতায় ডিএসইর পরিচালক রিচার্ড ডি রোজারিও

ডি’ রোজারিও

বিনা প্রতিদ্বন্দ্বিতায় দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসইর) শেয়ারহোল্ডার পরিচালক হচ্ছেন গ্লোবাল সিকিউরিটিজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও ডিবিএর প্রেসিডেন্ট রিচার্ড ডি’ রোজারিও। সোমবার  ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা যায়, ডিএসইর একজন শেয়ারহোল্ডার পরিচালক পদে নির্বাচন কমিশন গত ৭ নভেম্বর নির্বাচনী তফসিল ঘোষণা করেন। নির্বাচনী তফসিল অনুসারে, ২৬ নভেম্বর ছিল মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন। এই সময়ের মধ্যে একক প্রার্থী হিসেবে গ্লোবাল সিকিউরিটিজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও ডিবিএর প্রেসিডেন্ট রিচার্ড ডি’ রোজারিও মনোনয়ন পত্র দাখিল করেন। অন্য কোনো প্রার্থী মনোনয়ন সংগ্রহ না করায় তিনি ডিএসইর শেয়ারহোল্ডার পরিচালক হচ্ছেন।

×