
বাণিজ্য সচিব তপন কান্তি ঘোষ
বাণিজ্য সচিব তপন কান্তি ঘোষ বলেছেন, আপাতত রাজধানীতে ৩০টি ট্রাকে স্বল্পমূল্যে পণ্য বিক্রি করা হবে। মূল্যস্ফীতি সহনীয় পর্যায়ে না আসা পর্যন্ত এ কার্যক্রম চলবে।
মঙ্গলবার (১২ নবেম্বর) সকালে কারওয়ান বাজারে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) এ কার্যক্রম উদ্বোধন শেষে বাণিজ্য সচিব এ কথা জানান।
আরও পড়ুন : তফসিল নিয়ে বুধবার বিকেলে বৈঠক করবেন সিইসি
এ সময় বাণিজ্য সচিব জানান, ট্রাকে করে কম দামে পণ্য বিক্রি কার্যক্রমের পরিধি আরও বাড়ানো হয়েছে। এখন থেকে ঢাকায় যাদের ফ্যামিলি কার্ড নেই তারাও টিসিবির পণ্য কিনতে পারবেন। আপাতত রাজধানীতে ৩০টি ট্রাকে স্বল্পমূল্যে পণ্য বিক্রি করা হবে। মূল্যস্ফীতি সহনীয় পর্যায়ে না আসা পর্যন্ত এ কার্যক্রম চলবে।
ভবিষ্যতে ঢাকার বাইরেও এ কার্যক্রম চালু করার কথা জানান তপন কান্তি ঘোষ।
টিসিবি জানিয়েছে, ট্রাক থেকে তেল, ডাল, আলু ও পেঁয়াজ দুই কেজি করে কিনতে পারবেন একজন ভোক্তা। প্যাকেজের দাম ৪৮০ টাকা। শুক্র ও শনিবার ছাড়া সপ্তাহের বাকি পাঁচ দিন এ কার্যক্রম চলবে। মাসে দুই লাখ পরিবার এর সুফল পাবে বলে জানান টিসিবি কর্মকর্তারা।
এস