ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ০১ জুলাই ২০২৫, ১৭ আষাঢ় ১৪৩২

লক্ষ্মীপুরে ২৬ কোটি টাকার বিশুদ্ধ পানি ৪র্থ প্রকল্পের উদ্বোধন

প্রকাশিত: ০৯:৩৩, ১৩ জুন ২০১৯

লক্ষ্মীপুরে ২৬ কোটি টাকার বিশুদ্ধ পানি ৪র্থ প্রকল্পের উদ্বোধন

নিজস্ব সংবাদদাতা, লক্ষ্মীপুর ॥ লক্ষ্মীপুরে চতুর্থ ওয়াটার সাপ্লাই প্রকল্পের অধীনে বিশুদ্ধ খাবার পানির ২৬ কোটি টাকা ব্যয়ে নির্মিত প্রকল্পের উদ্বোধন করা হয়েছে। জেলা শহরের ২নং ওয়ার্ডে বুধবার বিকেলে লক্ষ্মীপুর পৌর মেয়র বীর মুক্তিযোদ্ধা মোঃ আবু তাহের ৪র্থ এ ওয়াটার ট্রিটমেন্ট প্লান্টের নাম ফলক উন্মোচন করে এর উদ্বোধন করেন। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, সদর উপজেলা চেয়ারম্যান ও জেলা যুবলীগ সভাপতি একেএম উদ্দিন টিপু, স্থানীয় সরকার প্রকৌশল অধিদফতরের নির্বাহী প্রকৌশলী আব্দুর রশিদ, জনস্বাস্থ্য প্রকৌশল অধিফতরের নির্বাহী প্রকৌশলী মোঃ নাসরুল্লাহ, পৌরসভা নির্বাহী প্রকৌশলী আবুল বাসার, পৌর সচিব আলাউদ্দিন, প্রেসক্লাব সভাপতি কামাল উদ্দিন হাওলাদার, সম্পাদক সাইদুল ইসলাম পাবেল প্রমুখ। অনুষ্ঠানটি পরিচালনা করেন, সহকারী প্রকৌশলী সামছুদ্দিন। ৪র্থ এ প্রকল্পটি বাস্তবায়িত হলে পৌরসভার আরও দু’হাজার পরিবারের মাঝে সুপেয় বিশুদ্ধ খাবার সরবরাহ করা যাবে। এ ছাড়াও পৌরসভায় ৬৩ কিমি সড়ক, ৭টি ওয়ার্ডে বস্তি ৭টি বস্তি উন্নয়নে ইউজিআইআইপি-৩ প্রকল্পের অধীন মোট ৭৬ কোটি টাকার প্রকল্প বাস্তবায়ন হচ্ছে বলে সভায় জানানো হয়। এ সময় পৌর কাউন্সিলর উপস্থিত ছিলেন।
×