ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ০৩ মে ২০২৪, ২০ বৈশাখ ১৪৩১

আন্তর্জাতিক বাজারে কমলেও দেশে বাড়ছে ছোলার দাম

প্রকাশিত: ১০:২৭, ২১ এপ্রিল ২০১৯

আন্তর্জাতিক বাজারে কমলেও দেশে বাড়ছে ছোলার দাম

অর্থনৈতিক রিপোর্টার ॥ পর্যাপ্ত সরবরাহ ও আন্তর্জাতিক বাজারে প্রতি মেট্রিক টনের বুকিং রেট ৬০ ডলার কমলেও দেশের বাজারে নিয়ন্ত্রণে আসছে না ছোলার দাম। চট্টগ্রামের খাতুনগঞ্জের পাইকারি বাজারে এক সপ্তাহের ব্যবধানে সব ধরনের ছোলার দাম কেজিতে ৩ থেকে ৫ টাকা পর্যন্ত বেড়েছে। বেড়েছে কেজি প্রতি অন্তত ৬ টাকা করে আদা ও রসুনের দামও। কৃত্রিম সঙ্কট সৃষ্টি করে দাম বাড়ানো হয়েছে বলে অভিযোগ ব্যবসায়ীদের। তবে সরবরাহ বাড়ায় চিনি ও ভোজ্য তেলের দাম নিয়ন্ত্রণে আসতে শুরু করেছে। পবিত্র রমজান মাসে ইফতারের অন্যতম অনুষঙ্গ ছোলা। আর যে কারণে এ মাসকে কেন্দ্র করেই চলে ছোলার বাজার। বিগত বছরগুলোর মতো এ বছরেও রোজা শুরুর আগে থেকেই দেশের বৃহত্তম পাইকারি বাজার খাতুনগঞ্জে ছোলার দাম উর্ধমুখী। গত এক মাসে রফতানিকারক দেশ অস্ট্রেলিয়ায় প্রতি টন ছোলার বুকিং রেট ৬৪০ ডলার থেকে কমে ৫৮০ ডলারে এসে দাঁড়িয়েছে। কিন্তু কৃত্রিম সঙ্কটের কারণে এক সপ্তাহে প্রতি কেজি ছোলার দাম ৫ টাকা করে বেড়ে গেছে। খাতুনগঞ্জের মেসার্স সালমা ট্রেডিংয়ের ম্যানেজার জুয়েল মহাজন বলেন, চাহিদার তুলনায় ছোলা বাজারে বেশি থাকলেও প্রতি কেজিতে পাঁচ থেকে ছয় টাকা বেড়েছে। সরবরাহ ঘাটতির অজুহাত দেখিয়ে কেজিপ্রতি ৫ টাকা বাড়ায় আদা ৭০ টাকা এবং রসুন ৯০ টাকা দরে বিক্রি হচ্ছে। তবে সাধারণ মানের পেঁয়াজের দাম এ সপ্তাহে কেজিতে এক টাকা কমেছে। তবে বেশ কিছুদিন ধরে চিনির দাম বাড়লেও এ সপ্তাহে এসে মণ প্রতি ২০ টাকা কমেছে। এদিকে এ সপ্তাহেও মণ প্রতি ২০ থেকে ২৫ টাকা কমেছে সব ধরনের ভোজ্য তেলের দাম। খাতুনগঞ্জের আর এন এন্টারপ্রাইজের মালিক আলমগীর পারভেজ বলেন, ‘আন্তর্জাতিক বাজারে তেলের দাম কম থাকায় দেশেও তেলের দাম কমেছে।’ উল্লেখ্য, পবিত্র রমজানকে সামনে রেখে চট্টগ্রামের পাইকারি ভোগ্যপণ্যের বাজারে বর্তমানে প্রতিদিন এক থেকে দেড়শ কোটি টাকার অতিরিক্ত পণ্য বিক্রি হচ্ছে।
×

শীর্ষ সংবাদ:

গাজীপুরে দুই ট্রেনের সংঘর্ষ, আহত অর্ধশত
জেনে নিন এসএসসির ফল প্রকাশের তারিখ
তীব্র তাপদাহের পর ঢাকায় স্বস্তির বৃষ্টি
মিল্টন সমাদ্দার ৩ দিনের রিমান্ডে
১২ কেজি এলপিজির দাম কমলো ৪৯ টাকা
শনিবার মাধ্যমিক, রোববার খুলছে প্রাথমিক বিদ্যালয়
শিক্ষামন্ত্রীর পদত্যাগ চেয়ে লিগ্যাল নোটিশ
স্মার্ট ড্রাইভিং লাইসেন্স পাচ্ছেন না ৫ লাখ আবেদনকারী, শঙ্কায় চালকরা
ঢাকায় পৌঁছেছে ভূমধ্যসাগরে নিহত ৮ বাংলাদেশির মরদেহ
সীমান্ত থেকে ১০ জেলেকে অপহরণ করেছে আরাকান আর্মি
অর্থ আত্মসাৎ মামলায় ইউনূসহ ১৪ জনের জামিন
ইসরায়েলের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করছে কলম্বিয়া
বিক্ষোভে উত্তাল বিশ্ববিদ্যালয়,অথচ বাইডেন চুপ!