ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

জ্বালানি খাতের ১১ কোম্পানির সম্পদ মূল্য বেড়েছে

প্রকাশিত: ০৬:০২, ২৩ এপ্রিল ২০১৭

জ্বালানি খাতের ১১ কোম্পানির সম্পদ মূল্য বেড়েছে

অর্থনৈতিক রিপোর্টার ॥ পুঁজিবাজারে তালিকাভুক্ত বিদ্যুত ও জ্বালানি খাতের ১৮ প্রতিষ্ঠানের মধ্যে ১১টির প্রকৃত সম্পদ মূল্য (এনএভি) বেড়েছে। অন্যদিকে কমেছে বিপরীতে কমেছে ৭টি কোম্পানির। যে কারণে সমৃদ্ধ কোম্পানিগুলোর কাছে প্রত্যাশা বাড়ছে বিনিয়োগকারীদের। বৃদ্ধির তালিকায় রয়েছেÑ মেঘনা পেট্রোলিয়াম লিমিটেড, পদ্মা অয়েল কোম্পানি লিমিটেড, শাহজিবাজার পাওয়ার কোম্পানি লিমিটেড, ডেসকো, ইস্টার্ন লুব্রিকেন্টস, যমুনা অয়েল, কেপিসিএল, লিন্ডে বিডি, সামিট পাওয়ার, পাওয়ার গ্রিড কোম্পানি অব বাংলাদেশ লিমিটেড এবং তিতাস গ্যাস লিমিটেড। মেঘনা পেট্রোলিয়াম লিমিটেড ॥ কোম্পানিটির ৩১ ডিসেম্বর ২০১৬ দ্বিতীয় প্রান্তিকে শেয়ার প্রতি প্রকৃত সম্পদ মূল্য হয়েছে ৯১.২৩ টাকা। আগের বছর একই সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি প্রকৃত সম্পদ মূল্য ছিল ৮২.৯০ টাকা। এক বছরের ব্যবধানে কোম্পানিটির এনএভি বেড়েছে ৮.৩৩ টাকা। পদ্মা অয়েল কোম্পানি লিমিটেড ॥ কোম্পানিটির ৩১ ডিসেম্বর ২০১৬ দ্বিতীয় প্রান্তিকে শেয়ার প্রতি প্রকৃত সম্পদ মূল্য (এনএভি) হয়েছে ১০৩.৮৬ টাকা। আগের বছর একই সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি প্রকৃত সম্পদ মূল্য হয়েছে ৯১.৩৫ টাকা। এক বছরের ব্যবধানে কোম্পানিটির এনএভি বৃদ্ধি পেয়েছে ১২.৫১ টাকা। শাহজিবাজার পাওয়ার কোম্পানি লিমিটেড ॥ কোম্পানিটির ৩১ ডিসেম্বর ২০১৬ দ্বিতীয় প্রান্তিকে শেয়ার প্রতি প্রকৃত সম্পদ মূল্য (এনএভি) হয়েছে ৩৫.৮৪ টাকা। আগের বছর একই সময়ে কোম্পানিটির এনএভি ছিল ৩২.০৩ টাকা। এক বছরের ব্যবধানে কোম্পানিটির এনএভি বেড়েছে ৩.৮১ টাকা। ডেসকো ॥ কোম্পানিটির ৩১ ডিসেম্বর ২০১৬ দ্বিতীয় প্রান্তিকে শেয়ার প্রতি প্রকৃত সম্পদ মূল্য হয়েছে ৩৮.৫৯ টাকা। আগের বছর একই সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি প্রকৃত সম্পদ মূল্য ছিল ৩৬.৭৬ টাকা। এক বছরের ব্যবধানে কোম্পানিটির এনএভি বেড়েছে ১.৮৩ টাকা। ইস্টার্ন লুব্রিকেন্টস ॥ কোম্পানিটির ৩১ ডিসেম্বর ২০১৬ শেয়ার প্রতি প্রকৃত সম্পদ মূল্য হয়েছে ১২৫.৬৬ টাকা। আগের বছর একই সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি প্রকৃত সম্পদ মূল্য ছিল ৮৪.২০ টাকা। এক বছরের ব্যবধানে কোম্পানিটির এনএভি বৃদ্ধি পেয়েছে ৪১.৪৬ টাকা। যমুনা অয়েল ॥ কোম্পানিটির ৩১ ডিসেম্বর ২০১৬ দ্বিতীয় প্রান্তিকে শেয়ার প্রতি প্রকৃত সম্পদ মূল্য হয়েছে ১৬৭.৯৬ টাকা। আগের বছর একই সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি প্রকৃত সম্পদ মূল্য হয়েছে ১৩৮.৪৬ টাকা। এক বছরের ব্যবধানে কোম্পানিটির এনএভি বেড়েছে ২৯.৫ টাকা। কেপিসিএল ॥ কোম্পানিটির ৩১ ডিসেম্বর ২০১৬ দ্বিতীয় প্রান্তিকের শেয়ার প্রতি প্রকৃত সম্পদ মূল্য হয়েছে ২৭.১৫ টাকা। আগের বছর একই সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি প্রকৃত সম্পদ মূল্য ছিল ২৬.৩৭ টাকা। এক বছরের ব্যবধানে কোম্পানিটির এনএভি বেড়েছে ০.৭৪ টাকা। লিন্ডে বিডি ॥ কোম্পানিটির ৩১ ডিসেম্বর ২০১৬ শেয়ার প্রতি প্রকৃত সম্পদ মূল্য হয়েছে ২০৯.২৮ টাকা। আগের বছর একই সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি প্রকৃত সম্পদ মূল্য হয়েছে ১৮৩.০৪ টাকা। এক বছরের ব্যবধানে কোম্পানিটির এনএভি বেড়েছে ২৬.২৪ টাকা। সামিট পাওয়ার ॥ কোম্পানিটির ৩১ ডিসেম্বর ২০১৬ দ্বিতীয় প্রান্তিকে শেয়ার প্রতি প্রকৃত সম্পদ মূল্য হয়েছে ২৮.৩৭ টাকা। আগের বছর একই সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি প্রকৃত সম্পদ মূল্য ছিল ২৫.৬৭ টাকা। এক বছরের ব্যবধানে কোম্পানিটির এনএভি বেড়েছে ২.৭ টাকা। পাওয়ার গ্রিড কোম্পানি অব বাংলাদেশ লিমিটেড ॥ কোম্পানিটির ৩১ ডিসেম্বর ২০১৬ দ্বিতীয় প্রান্তিকে শেয়ার প্রতি প্রকৃত সম্পদ মূল্য হয়েছে ৮২.৪৭ টাকা। আগের বছর একই সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি প্রকৃত সম্পদ মূল্য ছিল ৭২.৫৭ টাকা। এক বছরের ব্যবধানে কোম্পানিটির এনএভি বেড়েছে ৯.৯ টাকা। তিতাস গ্যাস ॥ কোম্পানিটির ৩১ ডিসেম্বর ২০১৬ দ্বিতীয় প্রান্তিকে শেয়ার প্রতি প্রকৃত সম্পদ মূল্য হয়েছে ৬২.৫৫ টাকা। আগের বছর একই সময়ে শেয়ার প্রতি প্রকৃত সম্পদ মূল্য ছিল ৫৮.৭৫ টাকা। এক বছরের ব্যবধানে কোম্পানিটির এনএভি বেড়েছে ৩.৮ টাকা।
×