ঢাকা, বাংলাদেশ   বুধবার ১৭ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

রবি টেন মিনিট স্কুলে ব্যাপক সাড়া

প্রকাশিত: ০৪:০৭, ২৭ সেপ্টেম্বর ২০১৬

রবি টেন মিনিট স্কুলে ব্যাপক সাড়া

দেশজুড়ে শিক্ষার্থীদের মাঝে ব্যাপক সাড়া ফেলেছে রবি’র অনলাইন এডুকেশন প্ল্যাটফর্ম টেন মিনিট স্কুল। ইতোমধ্যে ১৯ হাজার ৮০৯ জন শিক্ষার্থী এই প্ল্যাটফর্মটি ব্যবহার করছে এবং মোট ৭৩৮টি শিক্ষামূলক ভিডিওতে সমৃদ্ধ এ প্ল্যাটফর্ম। ফেসবুকের লাইভ ফিচার ব্যবহার করে ২০১৬ সালের জুন থেকে প্ল্যাটফর্মটি লাইভ ক্লাসের আয়োজন করে আসছে। পেজটিতে লাইক করে এ পর্যন্ত ৩৯ হাজার শিক্ষার্থী লাইভ ক্লাসগুলো থেকে শিক্ষাগ্রহণ করছে। সোম ও বুধবার ছাড়া প্রতিদিন রাত ৮টায় লাইভ ক্লাসগুলো পরিচালিত হয়। এ পর্যন্ত প্রায় ৭৪টি লাইভ ক্লাস অনুষ্ঠিত হয়েছে। ফেসবুক লাইভ ক্লাসের ফলোয়ার ছাড়াও ইউটিউবে ৩৩ হাজার ৩৪৫ সাবস্ক্রাইবার রয়েছে, যারা তাদের নিজেদের সুবিধামতো সময়ে ক্লাসগুলো থেকে শিক্ষাগ্রহণ করছে। ফেসবুকভিত্তিক লাইভ ক্লাসের প্রতিটিতে গড়ে ৪ হাজার শিক্ষার্থী অংশগ্রহণ করে। প্রতিটি ক্লাসের পর বিষয়টি সম্পর্কে তাদের ধারণা আরও স্পষ্ট করার জন্য শিক্ষার্থীদের কাছ থেকে প্রায় ১ হাজার প্রশ্ন আসে। রবি টেন মিনিট স্কুলের নিবেদিত নির্দেশকরা সেই প্রশ্নগুলোর উত্তর পাঠান। -বিজ্ঞপ্তি হাইতির ব্যবসায়ী দলের সঙ্গে বাণিজ্যমন্ত্রীর বৈঠক অর্থনৈতিক রিপোর্টার ॥ বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেছেন, হাইতিতে জাতিসংঘ শান্তিরক্ষী বাহিনীতে ২০০৪ সাল থেকে বাংলাদেশের সেনাবাহিনী দক্ষতার ও সুনামের সঙ্গে কাজ করছে। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। বাংলাদেশে বিনিয়োগের সুযোগ সৃষ্টির জন্য প্রধানমন্ত্রী দেশের বিভিন্ন স্থানে ১০০টি বিশেষ অর্থনৈতিক অঞ্চল গড়ে তোলার ঘোষণা দিয়েছেন। বেশ কিছু বিশেষ অর্থনৈতিক অঞ্চলের কাজ ইতোমধ্যে শুরু হয়েছে। দেশী-বিদেশী বিনিয়োগকারীগণ বাংলাদেশের এসব স্পেশাল ইকনোমিক জোনে বিনিয়োগ করছেন। মন্ত্রী বলেন, বাংলাদেশের হামিম গ্রুপ হাইতিতে তৈরি পোশাক খাতে বিনিয়োগের সিদ্ধান্ত নিয়েছে। হাইতি মার্কিন যুক্তরাষ্ট্রে শুল্কমুক্ত তৈরি পোশাক রফতানি করতে পারে। এখানে বাংলাদেশের বেসরকারী খাতে বিনিয়োগ লাভজনক হবে বলে ধারণা করা হচ্ছে। বাংলাদেশ গত বছর হাইতিতে ১.৫০ মিলিয়ন মার্কিন ডলার মূল্যের তামাক ও তামাকজাত পণ্য, প্লাস্টিক, বৈদ্যুতিক সামগ্রীসহ বিভিন্ন পণ্য রফতানি করেছে। ব্যাংকিং খাতে প্রযুক্তিনির্ভর লেনদেন বাড়ছে অর্থনৈতিক রিপোর্টার ॥ দেশের ব্যাংকিং খাতে প্রযুক্তি নির্ভর লেনদেনের পরিমাণ দিনদিন বাড়ছে। বিগত কয়েক বছরে বাংলাদেশ ব্যাংক আরটিজিএস, বিএফটিএন, ইএফটি, ন্যাশনাল পেমেন্ট সুইচসহ অনেক প্রযুক্তিনির্ভর সেবা চালু করেছে, যার মাধ্যমে ইলেক্ট্রনিক পদ্ধতিতে টাকা লেনদেন হচ্ছে। দেশে ডেবিট ও ক্রেডিট কার্ডের মাধ্যমে লেনদেন বাড়লেও সে হারে বাড়েনি এ খাতের নিরাপত্তা ব্যবস্থা। সোমবার বিআইবিএম মিলনায়তনে ‘সিকিউর ইউর পেমেন্ট ইকোসিস্টেম ইন বাংলাদেশ’ শীর্ষক এ সেমিনারে বক্তারা এসব কথা বলেন। এ সময় ইলেক্ট্রনিক পদ্ধতিতে অর্থ লেনদেনের পদ্ধতি আরও সুরক্ষিত করার পন্থা উদ্ভাবন ও সচেতনতা সৃষ্টির তাগিদ দেয়া হয়।
×