ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৯ মে ২০২৫, ১৫ জ্যৈষ্ঠ ১৪৩২

বিশ্বের শীর্ষ ১০ শক্তিশালী মুদ্রা: তালিকায় কে কত নম্বরে?

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ১১:০৭, ২৮ মে ২০২৫

বিশ্বের শীর্ষ ১০ শক্তিশালী মুদ্রা: তালিকায় কে কত নম্বরে?

ছবি: সংগৃহীত

বিশ্বজুড়ে মোট ১৮০টি স্বীকৃত মুদ্রা ব্যবহৃত হলেও, সব মুদ্রার মান সমান নয়। একটি মুদ্রা কতটা "মূল্যবান" তা নির্ধারিত হয় তার বিনিময় ক্ষমতা বৈশ্বিক অর্থনীতিতে অবস্থানের ওপর। অনেক সময় আমরা ভাবি মার্কিন ডলারই সবচেয়ে শক্তিশালী, কিন্তু বাস্তবে আরও কিছু মুদ্রা আছে যেগুলোর মান ডলারের থেকেও বেশি।

বিশেষজ্ঞদের মতে, একটি মুদ্রার শক্তি নির্ভর করে তার চাহিদা, দেশটির অর্থনৈতিক স্থিতিশীলতা, মুদ্রানীতি, মুদ্রাস্ফীতি এবং কেন্দ্রীয় ব্যাংকের সিদ্ধান্তের ওপর। ২০২৫ সালে বৈশ্বিকভাবে যেসব মুদ্রা সবচেয়ে শক্তিশালী হিসেবে বিবেচিত হয়েছে, তার তালিকা প্রকাশ করেছে Forbes

২০২৫ সালের শীর্ষ ১০ মূল্যবান মুদ্রা

১) কুয়েতি দিনার (KWD)

বিশ্বের সবচেয়ে মূল্যবান মুদ্রা হিসেবে দীর্ঘদিন ধরে শীর্ষে রয়েছে কুয়েতি দিনার। ১৯৬০ সালে চালু হওয়া এই মুদ্রা কুয়েতের তেল নির্ভর অর্থনীতি, করমুক্ত ব্যবস্থা এবং কড়া অর্থনৈতিক নীতির কারণে এতটা শক্তিশালী।

২) বাহরাইনি দিনার (BHD)

১৯৬৫ সালে প্রবর্তিত এই মুদ্রা যুক্তরাষ্ট্র ডলারের সঙ্গে পেগড। বাহরাইনের প্রধান আয় তেল রপ্তানি হওয়ায় এর মুদ্রার মান অনেক উঁচুতে।

৩) ওমানি রিয়াল (OMR)

১৯৭০ সালে চালু হওয়া ওমানি রিয়ালও ডলারের সঙ্গে পেগড। তেলনির্ভর অর্থনীতির পাশাপাশি নির্ভরযোগ্য মুদ্রানীতি স্থিতিশীল মূল্যমান ওমানি রিয়ালকে তৃতীয় স্থানে রেখেছে।

৪) জর্ডানিয়ান দিনার (JOD)

১৯৫০ সাল থেকে চালু জর্ডানের এই মুদ্রাটি স্থিতিশীল মুদ্রা বিনিময় হার এবং বিচক্ষণ অর্থনৈতিক ব্যবস্থাপনার কারণে এতটা শক্তিশালী।

৫) জিব্রাল্টার পাউন্ড (GIP)

ব্রিটিশ পাউন্ডের সমমানের এই মুদ্রা জিব্রাল্টারের সরকারি মুদ্রা। পর্যটন -গেমিং শিল্পের ওপর নির্ভরশীল অর্থনীতি জিব্রাল্টার পাউন্ডকে গুরুত্ব দিয়েছে।

৬) ব্রিটিশ পাউন্ড (GBP)

বিশ্বের অন্যতম প্রাচীন মুদ্রাব্রিটিশ পাউন্ড৮০০ সাল থেকে প্রচলিত। লন্ডনের বৈশ্বিক অর্থনৈতিক অবস্থান এবং বাণিজ্যিক ক্ষমতা এর মানকে উচ্চ স্থানে রেখেছে।

৭) কেম্যান আইল্যান্ডস ডলার (KYD)

১৯৭২ সালে চালু হওয়া এই মুদ্রা ডলারের সাথে নির্দিষ্ট হার অনুযায়ী পেগড। অঞ্চলটির শক্তিশালী অর্থনীতি ব্যাংকিং খাত এই মুদ্রাকে শক্তি দেয়।

৮) সুইস ফ্রাঁ (CHF)

সুইজারল্যান্ড লিশটেনস্টাইনের অফিসিয়াল মুদ্রা সুইস ফ্রাঁবৈশ্বিক অর্থনৈতিক স্থিতিশীলতার এক প্রতীক। কঠোর অর্থনৈতিক নীতি এবং বিশ্বমানের ব্যাংকিং খাত এই মুদ্রাকে আরও শক্তিশালী করেছে।

৯) ইউরো (EUR)

ইউরোপীয় ইউনিয়নের ১৯টি সদস্য দেশের অফিসিয়াল মুদ্রা ইউরো বর্তমানে বিশ্বের দ্বিতীয় সর্বাধিক রিজার্ভ লেনদেনযোগ্য মুদ্রা।

১০) মার্কিন ডলার (USD)

বিশ্বের সবচেয়ে ব্যবহৃত মুদ্রা মার্কিন ডলার হলেও, মানের দিক থেকে এটি দশম স্থানে। যুক্তরাষ্ট্রের বিশাল অর্থনীতি এবং বৈশ্বিক বাণিজ্যে ডলারের ভূমিকা একে এই অবস্থানে রেখেছে।

মুমু

×