ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

হবিগঞ্জে তক্ষকসহ গ্রেফতারকৃতদের ১৫ দিন করে কারাদন্ড

প্রকাশিত: ২২:০২, ২৪ মে ২০২২

হবিগঞ্জে তক্ষকসহ গ্রেফতারকৃতদের ১৫ দিন করে কারাদন্ড

নিজস্ব সংবাদদাতা, হবিগঞ্জ ॥ হবিগঞ্জ জেলার মাধবপুর পৌর শহরের বাস স্ট্যান্ড থেকে ২টি তক্ষকসহ গ্রেফতারকৃত ৩জনকে ১৫ দিন করে বিনাশ্রম কারাদন্ড ও ১০০ টাকা করে জরিমানা করা হয়েছে। দন্ডপ্রাপ্তরা হলেন- নওগাঁ জেলার সাপাহার উপজেলার বাগডাঙ্গা গ্রামের মোঃ মোজাম্মেলের ছেলে মোঃ কাউসার (২৫), দিনাজপুর জেলার ঘোড়াঘাট উপজেলার মারিয়াম গ্রামের জহন কিসকুর ছেলে কাজল কিসকু (৩০), একই গ্রামের নাতা নিয়েল হাসদার ছেলে ভবজয় হাসদা (৪৮)। মঙ্গলবার (২৪ মে) দিবাগত রাতে উদ্ধারকৃত তক্ষক চুনারুঘাট উপজেলার সাতছড়ি জাতীয় উদ্যানে অবমুক্ত করা হয়। এর আগে বিকেলে মাধবপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) শেখ মঈনুল ইসলাম মঈনের নেতৃত্বে থানা পুলিশের সহযোগীতায় বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ অভিযান পরিচালনা করে ২টি তক্ষকসহ ওই ৩জনকে গ্রেফতার করে। পরে ভ্রাম্যমাণ আদালতে গ্রেফতারকৃতদেরকে দন্ড প্রদান করা হয়। বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা মোঃ রেজাউল করিম চৌধুরীর দিকনির্দেশনায় পরিচালিত অভিযানে হবিগঞ্জ বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের ভারপ্রাপ্ত রেঞ্জ কর্মকর্তা ফরেস্টার তোফায়েল আহমেদ চৌধুরী, অফিস স্টাফ টিপলু দেব, তাপস ভরসহ প্রমুখরা অংশগ্রহণ করেন। রেঞ্জ কর্মকর্তা ফরেস্টার তোফায়েল আহমেদ চৌধুরী জানান, রাতে সাতছড়ি জাতীয় উদ্যানে তক্ষক ২টি অবমুক্ত করা হয়েছে। বন্যপ্রাণী রক্ষায় অভিযান অব্যাহত থাকবে। এ ব্যাপারে কোন প্রকারের ছাড় দেওয়া হবে না।
×