ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

বাগেরহাটে দুর্যোগ মোকাবেলায় প্রশিক্ষণ

প্রকাশিত: ১৫:৩২, ২৪ মে ২০২২

বাগেরহাটে দুর্যোগ মোকাবেলায় প্রশিক্ষণ

স্টাফ রিপোর্টার, বাগেরহাট ॥ “নদ-নদীর পানি বৃদ্ধির তথ্য বিনামূল্যে জানা যাবে ১০৯৪১ নম্বরে ফোন করে।” আজ মঙ্গলবার সকালে (২৪ মে) বাগেরহাট জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সদস্যদের ‘দুর্যোগ ব্যবস্থাপনা জরুরী সাড়াদান পদ্বতি শক্তিশালীকরণ বিষয়ক দিনব্যাপী মৌলিক প্রশিক্ষণ কর্মশালায় এ তথ্য জানানো হয়। বাগেরহাটের জেলা প্রশাসক মোহাম্মদ আজিজুর রহমানের সভাপতিত্বে অনুষ্টিত এ সভায় প্রধান অতিথি ছিলেন, দুর্যোগ ব্যবস্থাপনা অধিদফতরের প্রকল্প পরিচালক (যুগ্ম-সচিব) সুব্রত পাল চৌধুরী। এ সময় বক্তব্য দেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা ঝুমুর বালা, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্ব্বিক) খোন্দকার মোহাম্মদ রিজাউল করিম, পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মাসুম বিল্লা, ফকিরহাট উপজেলা চেয়ারম্যান স্বপন দাস, এ্যাড: শাহ-ই আলম বাচ্চু, রায়হান উদ্দিন শান্ত, ডিসিএস ডা: হাবিবুর রহমান, ডিএলও ডা: লুৎফর রহমান, অধ্যক্ষ বুলবুল কবির, অধ্যক্ষ খন্দকার আছিফ উদ্দিন রাখী, সদর উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ মোছাব্বেরুল ইসলাম, রামপাল উপজেলা নির্বাহী অফিসার মো: কবীর হোসেন, শরণখোলা উপজেলা নির্বাহী অফিসার মো: নূর-ই আলম সিদ্দিকী, কচুয়া উপজেলা নির্বাহী অফিসার জীনাত মহল, ফকিরহাট উপজেলা নির্বাহী অফিসার মো: মনোয়ার হোসেন, চিতলমারী উপজেলা নির্বাহী অফিসার সাইয়েদা ফয়জুন্নেছা, মোড়েলগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মো: জাহাঙ্গীর আলম প্রমুখ। সভায় জানানো হয়, দুর্যোগের কারণে গত দুই দশকে জিডিপির ১.৮ শতাংশ ক্ষতি হয়েছে। অসচেতনতা এবং পরিবেশ বিরোধী কর্মকান্ডের ফলে ক্রমশ: দুর্যোগের ঝুঁকি বাড়ছে। দুর্যোগের ঝুঁকি মোকাবেলায় সমন্বিত উদ্যোগ গ্রহন জরুরী। এ জন্য সচেতনতার কোন বিকল্প নেই।
×