ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

দুই সন্তানসহ স্ত্রী হত্যা ॥ স্বামী আটক

প্রকাশিত: ২২:২৪, ২৩ মে ২০২২

দুই সন্তানসহ স্ত্রী হত্যা ॥ স্বামী আটক

স্টাফ রিপোর্টার, নরসিংদী ॥ নরসিংদীর বেলাবতে ট্রিপল মার্ডারের ঘটনায় ভিকটিমের স্বামী শেখ গিয়াস উদ্দিনকে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) গ্রেফতার করেছে। রবিবার বিকেলে বেলাব উপজেলার পাটুলি ইউনিয়নের বাবলা গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়। পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) নরসিংদীর পুলিশ সুপার মোঃ এনায়েত হোসেন মান্নান জানান, ওই গ্রামের গিয়াস উদ্দিন শেখের স্ত্রী রহিমা বেগম ও তার ২ শিশুসন্তান হত্যায় জড়িত সন্দেহে রহিমা বেগমের স্বামী গিয়াস উদ্দিন শেখকে গ্রেফতার করার পর জিজ্ঞাসাবাদে সে ট্রিপল মার্ডারের কথা স্বীকার করে। পরে তার দেখানো মতে বেলাব উপজেলার একটি জঙ্গল থেকে হত্যাকা-ে ব্যবহৃত ক্রিকেট ব্যাট ও ছুরি উদ্ধার করা হয়। জানা গেছে, শেখ গিয়াস উদ্দিনের স্ত্রী রহিমা বেগম দর্জির কাজ করত। রবিবার ভোরে কাপড় বানাতে আসা এক মহিলা তাকে ডাকাডাকি করে। কোন সাড়া-শব্দ না পেয়ে ঘরের দরজার নিচ দিয়ে রহিমার রক্তাক্ত লাশ পড়ে থাকতে দেখে আশপাশের লোকজদের জানায়। পরে নিহতের স্বজনরা পুলিশকে খবর দিলে বেলাব থানার ওসি সাফায়েত হোসেন পলাশ ফোর্স নিয়ে ঘটনাস্থলে গিয়ে রবিবার বেলা ১১ টার দিকে গিয়াস উদ্দিন শেখের স্ত্রী রহিমা বেগম (৩৬), শিশুপুত্র রাব্বি মিয়া (১৩) ও শিশুকন্যা রাকিবার (৭) রক্তাক্ত লাশ উদ্ধার করে। এসময় স্বজনদের আহাজারিতে ওই বাড়ির বাতাস ভারি হয়ে ওঠে। খবর পেয়ে নরসিংদীর অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) সাহেব আলী পাঠান ঘটনাস্থলে পৌঁছে জড়িত সন্দেহে ৩ জনকে আটক করে। পরে বিকেল ৩টার দিকে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) একটি দল ঘটনাস্থলে গিয়ে স্থানীয় লোকজনের কাছে ঘটনার বিবরণ জানতে চান। এক পর্যায়ে রহিমার স্বামী গিয়াস উদ্দিনের কথাবার্তা ও চলাচলে সন্দেহ হলে পিবিআই তাকে আটক করে, জিজ্ঞাসাবাদে সে ঘটনার সঙ্গে জড়িত মর্মে স্বীকারোক্তি প্রদান করে। পরে তার দেখানো মতে একটি জঙ্গল থেকে ট্রিপল মার্ডারে ব্যবহৃত ক্রিকেট ব্যাট, একটি ছুরি উদ্ধার করে।
×