ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৯ মার্চ ২০২৪, ৫ চৈত্র ১৪৩০

কুসিক নির্বাচন

কুসিক নির্বাচনে অংশ নেয়ায় সাক্কুকে বহিষ্কার বিএনপির

প্রকাশিত: ২৩:২০, ২০ মে ২০২২

কুসিক নির্বাচনে অংশ নেয়ায় সাক্কুকে বহিষ্কার বিএনপির

স্টাফ রিপোর্টার ॥ দলের সিদ্ধান্ত অমান্য করে কুমিল্লা সিটি কর্পোরেশন নির্বাচনে অংশ নেয়ায় মনিরুল হক সাক্কুকে দলের সব পদ থেকে বহিষ্কার করেছে বিএনপি। বৃহস্পতিবার রাতে বিএনপির সহ-দফতর সম্পাদক তাইফুল ইসলাম টিপুর স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে তাকে আজীবনের জন্য বহিষ্কার করা হয়েছে। একই সঙ্গে এখন থেকে দলের নেতা-কর্মীদের তার সঙ্গে কোন ধরনের যোগাযোগ না রাখার অনুরোধ জানানোর কথাও বিজ্ঞপ্তিতে বলা হয়। এ ছাড়াও বিএনপির অঙ্গসংগঠন জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল থেকে আজীবনের জন্য বহিষ্কার করা হয়েছে কুমিল্লা সিটি কর্পোরেশন নির্বাচনে অংশ নেয়া আরেক স্বতন্ত্র প্রার্থী নিজাম উদ্দিন কায়সারকে। বিএনপির দফতর সহ-সম্পাদক রফিকুল ইসলাম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়। দলীয় শৃঙ্খলা ভঙ্গ করে সিটি কর্পোরেশন নির্বাচনে অংশগ্রহণ করায় স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক ও কুমিল্লা মহানগর শাখার সভাপতি নিজাম উদ্দিন কায়সারকে প্রাথমিক সদস্য পদসহ সংগঠনের সকল পর্যায়ের পদ থেকে আজীবন বহিষ্কার করা হয়েছে বলেও সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়। স্বেচ্ছাসেবক দলের কুমিল্লা মহানগর শাখার সিনিয়র সহ-সভাপতি মনির হোসেন পারভেজকে কুমিল্লা মহানগর শাখার ভারপ্রাপ্ত সভাপতি হিসেবে দায়িত্ব দেয়া হয়েছে। এর আগে বৃহস্পতিবার বিকেলে কুমিল্লা সিটি কর্পোরেশনের সদ্য বিদায়ী মেয়র ও এবারের নির্বাচনে স্বতন্ত্র মেয়র প্রার্থী মনিরুল হক সাক্কু দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদকের পদ থেকে পদত্যাগ করেন। কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সভাপতি বেগম রাবেয়া চৌধুরীর বাসায় গিয়ে মনিরুল হক সাক্কুর ব্যক্তিগত সহকারী মোঃ কবির হোসেন মজুমদার তার পক্ষে পদত্যাগপত্রটি জমা দেন। পদত্যাগ পত্রের কপি ঢাকায় বিএনপির কেন্দ্রীয় কার্যালয়েও পাঠানো হয়। পরে কবির হোসেন মজুমদার সাক্কুর পদত্যাগের বিষয়টি নিশ্চিত করে বলেন, বিএনপির কেন্দ্রীয় সিদ্ধান্তের প্রতি শ্রদ্ধা রেখে মনিরুল হক সাক্কু কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক পদ থেকে স্বেচ্ছায় পদত্যাগ করেছেন। পদত্যাগপত্রটি আমি নিজেই জেলা বিএনপির সভাপতি রাবেয়া চৌধুরীর হাতে পৌঁছে দিয়েছি। পদত্যাগপত্রের একটি অনুলিপি বিএনপি মহাসচিব ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান বরাবর পৌঁছানো হয়েছে। ছয় মেয়র প্রার্থীর মনোনয়ন বৈধ ॥ নিজস্ব সংবাদদাতা, কুমিল্লা থেকে জানান, কুমিল্লা সিটি নির্বাচনে ৬ মেয়র প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ও ১০ কাউন্সিলরের মনোনয়নপত্র বাতিল ঘোষণা করা হয়েছে। বৃহস্পতিবার প্রার্থীদের মনোনয়ন যাচাই-বাছাই শেষে রিটার্নিং কর্মকর্তা এ ঘোষণা দেন। যাচাই-বাছাইয়ে বৈধ মেয়র প্রার্থীরা হচ্ছেন- আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রার্থী আরফানুল হক রিফাত, আওয়ামী লীগের বিদ্রোহী স্বতন্ত্র প্রার্থী মাসুদ পারভেজ খান ইমরান, সাবেক মেয়র মনিরুল হক সাক্কু- স্বতন্ত্র (বিএনপি), মোহাম্মদ নিজাম উদ্দিন কায়সার- স্বতন্ত্র (বিএনপি), ইসলামী আন্দোলন বাংলাদেশ মোঃ রাশেদুল ইসলাম ও স্বতন্ত্র প্রার্থী কামরুল আহসান বাবুল। মনোনয়নপত্র বাতিল হয়েছে ৯ কাউন্সিলর এবং এক নারী কাউন্সিলর প্রার্থীর। রিটার্নিং কর্মকর্তা শাহেদুন্নবী চৌধুরী বলেন, ৬ জন মেয়র প্রার্থীর মনোনয়নই বৈধ ঘোষণা করা হয়েছে। অপরদিকে, ১০ কাউন্সিলর প্রার্থীর মনোনয়ন বাতিল করা হয়েছে। মনোনয়ন বৈধতার জন্য কাউন্সিলর প্রার্থীরা চট্টগ্রাম বিভাগীয় কমিশনারের নিকট ২০-২২ মে পর্যন্ত আপীল দায়ের করতে পারবেন। এদিকে, মেয়র প্রার্থী নিজাম উদ্দিন কায়সার স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক (কুমিল্লা বিভাগ) এবং দলের কুমিল্লা মহানগর শাখার সভাপতির পদ থেকে পদত্যাগ করেছেন। বৃহস্পতিবার দুপুরে নগরীর ধর্মসাগর পাড়ের বাস ভবনে সাংবাদিক সম্মেলন করে তিনি এ ঘোষণা দেন। কুসিক নির্বাচনে প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ২৬ মে। প্রতীক বরাদ্দ ২৭ মে। ১০৫ কেন্দ্রের সব কটিতেই ইভিএমে আগামী ১৫ জুন নির্বাচন অনুষ্ঠিত হবে।
×