ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ০৪ অক্টোবর ২০২৪, ১৯ আশ্বিন ১৪৩১

একদিনের হুইলচেয়ার ক্রিকেট ট্রেনিং

প্রকাশিত: ১৯:৩৫, ২৩ এপ্রিল ২০২২

একদিনের হুইলচেয়ার ক্রিকেট ট্রেনিং

স্পোর্টস রিপোর্টার ॥ বাংলাদেশ হুইলচেয়ার স্পোর্টস ফাউন্ডেশন ২০১৮ সাল থেকে সারা বাংলাদেশের শারীরিক প্রতিবন্ধিতার শিকার মানুষদের খেলাধুলা ও খেলাধুলার মাধ্যমে তাদেরকে সামাজিকভাবে প্রতিষ্ঠিত এবং পেশাদার ক্রীড়াক্ষেত্রে প্রতিবন্ধী ব্যক্তিদের অংশগ্রহণ নিশ্চিত করার লক্ষ্য নিয়ে কাজ করে আসছে। তারই ধারাবাহিকতায় শনিবার বাংলাদেশ হুইলচেয়ার স্পোর্টস ফাউন্ডেশন, জাতীয় প্যারালিম্পিক কমিটি অব বাংলাদেশের সহযোগিতায় পল্টন আউটার স্টেডিয়ামে একদিনের একটি হুইলচেয়ার ক্রিকেট ট্রেনিংয়ের আয়োজন করে। এই আয়োজনে নিবন্ধিত হুইলচেয়ার ক্রিকেটারদের মধ্য থেকে বাছাইকৃত ২৪ হুইলচেয়ার ক্রিকেটার সারা বাংলাদেশ থেকে এসে অংশগ্রহণ করেন। ট্রেনিং সেশনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জাতীয় প্যারালিম্পিক কমিটি অব বাংলাদেশের মহাসচিব ইঞ্জিনিয়ার মাকসুদুর রহমান। বিশেষ অতিথি ছিলেন জাতীয় প্যারালিম্পিক কমিটি অব বাংলাদেশের সদস্য ও সাবেক জাতীয় ব্যাডমিন্টন খেলোয়াড় এনায়েত উল্লাহ খান এবং বাংলাদেশ হুইলচেয়ার স্পোর্টস ফাউন্ডেশনের উপদেষ্টা ড. আমিনুর রহমান সুলতান। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতির বক্তব্য রাখেন বিডব্লিউএসএফ-এর প্রতিষ্ঠাতা ও সভাপতি ইঞ্জিনিয়ার নূর নাহিয়ান। ট্রেনিং সেশনটি ৩টি ভাগে বিভক্ত ছিল। প্রথম অংশে ছিল ফিজিও ট্রেনিং, দ্বিতীয় অংশে ছিল ব্যাটিং, বোলিং ও ফিল্ডিং টেকনিক এবং তৃতীয় অংশে ছিল লাল ও সবুজ দলের মধ্যকার অনুশীলন ম্যাচ। সেশনের সমাপনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ রাগবী ফেডারেশন ইউনিয়নের সাধারণ সম্পাদক মৌসুম আলী। উপস্থাপনা করেন বিডব্লিউএসএফ-এর উপদেষ্টা আশিক আজিজ।
×