স্টাফ রিপোর্টার, মুন্সীগঞ্জ ॥ সদর উপজেলার মিরকাদিম কাঠপট্টি লঞ্চঘাট থেকে পরিত্যক্ত অবস্থায় ৩০ মণ জাটকা উদ্ধার করেছে নৌপুলিশ। শুক্রবার উদ্ধার করা এই জাটকার মূল্য প্রায় ৪ লাখ ৮০ হাজার টাকা। মুক্তারপুর নৌপুলিশ স্টেশনের ইনচার্জ মোঃ লুৎফর রহমান জানান, দক্ষিণাঞ্চল থেকে নিয়ে আসা জাটকাগুলো বিভিন্ন হাটবাজারে বিক্রির উদ্দেশ্যে রাখা হয়েছিল। গোপন সংবাদের ভিত্তিতে এসব জাটকা উদ্ধার করা হয়। তবে এর মালিক পাওয়া যায়নি।