ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

ওমিক্রনের সংক্রমণ

প্রকাশিত: ২৩:০৩, ২৯ জানুয়ারি ২০২২

ওমিক্রনের সংক্রমণ

* ওমিক্রন স্বল্প সংক্রামক করোনা ভাইরাস। * তাই বলে কি সবাই আমরা অবহেলা করব আত্মসুরক্ষায়? * অবশ্যই নয়। * শুধু ওমিক্রন নয়, মিশে আছে ডেল্টা ও অন্যসব ভ্যারিয়েন্ট। * সুতরাং করোনার প্রতিরোধে সব ধরনের চেষ্টা অব্যাহত রাখতে হবে। * মুখে মাস্ক ব্যবহার অব্যাহত রাখুন। * হাত বার বার সাবান দিয়ে ধুয়ে ফেলুন। * অথবা হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার করুন। * মনে রাখতে হবে করোনা সংক্রমণ বাড়লে মৃত্যুর হার বাড়বে। * হাসপাতালগুলো স্বাস্থ্য সেবা প্রদানের সক্ষমতা হারাবে। * করোনা না বাড়িয়ে আমরা বরং তা প্রতিরোধ করব। ডাঃ এ টি এম রফিক উজ্জ্বল হলি ফ্যামিলি হাসপাতাল ০১৭১৫২৮৫৫৫৯
×