ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

হুন্ডুরাসে প্রথম

প্রকাশিত: ২২:২১, ২৯ জানুয়ারি ২০২২

হুন্ডুরাসে প্রথম

প্রথম নারী প্রেসিডেন্ট পেল হুন্ডুরাস। বৃহস্পতিবার জিওমারা ক্যাস্ট্রো জালেয়া এ পদে শপথ নেন। দেশটির রাজধানী তেগুচিগালপায় এক জনাকীর্ণ ফুটবল স্টেডিয়ামে শপথ নেন তিনি। এ সময় মার্কিন ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসসহ অন্য নেতারা উপস্থিত ছিলেন। শপথ অনুষ্ঠানে জিওমারা ক্যাস্ট্রো ভক্তরা করতালি দিয়ে তাকে স্বাগত জানান। সমর্থকদের উদ্দেশে লির্বাটি এ্যান্ড রিফাউন্ডেশন পার্টির নেত্রী জিওমারা ক্যাস্ট্রো জালেয়া বলেন, দেশটির ভগ্ন অর্থনীতি ঠিক করা এবং বিশাল ঋণ কমানোর জন্য কাজ করবেন তিনি। চার সন্তানের মা জিওমারা ক্যাস্ট্রোর ক্ষমতাসীন হওয়ার মধ্য দিয়ে যুক্তরাষ্ট্রের একসময়কার মিত্র বলে খ্যাত জুয়ান অরল্যান্ডো হার্নান্দেজের আট বছরের শাসনের অবসান হলো। হার্নান্দেজকে যুক্তরাষ্ট্রের একটি আদালত দুর্নীতির দায়ে অভিযুক্ত করেছে। জিওমারা ক্যাস্ট্রো হুন্ডুরাসের সাবেক প্রেসিডেন্ট ম্যানুয়েল জালেয়ার স্ত্রী। মার্কিন ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস তাঁর দেশের পক্ষ থেকে হুন্ডুরাসের বর্তমান সরকারকে অভিবাসন সমস্যার সমাধান, দুর্নীতির মূলোৎপাটনসহ সব ধরনের সহায়তা দেয়ার আশ্বাস দেন। -বিবিসি অবলম্বনে।
×