ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

নেত্রকোনা সীমান্ত থেকে ২২ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ

প্রকাশিত: ১৬:৪৩, ২৬ জানুয়ারি ২০২২

নেত্রকোনা সীমান্ত থেকে ২২ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ

নিজস্ব সংবাদদাতা, নেত্রকোনা ॥ জেলার কলমাকান্দা উপজেলার সীমান্ত পথ দিয়ে অবৈধ উপায়ে আমদানির সময় বিপুল পরিমাণ ভারতীয় পণ্য জব্দ করেছেন বর্ডার গার্ড অব বাংলাদেশের (বিজিবি) সদস্যরা। আজ বুধবার ভোরে খারনৈ ইউনিয়নের দক্ষিণ গোবিন্দপুর এলাকা থেকে এসব পণ্য জব্দ করা হয়। জব্দ করা পণ্যগুলোর মধ্যে রয়েছে: ৬ হাজার ১শ টি ওরিও বিস্কুটের প্যাকেট এবং ৫ হাজার ৮শ ৮০টি স্কিন শাইনিং ক্রিম। বিজিবির নেত্রকোণা-৩১ ব্যাটালিয়ন থেকে গণ্যমাধ্যমে সরবরাহ করা এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, বুধবার ভোরে বিজিবির খারনৈ বিওপির একটি টহল দল দক্ষিণ গোবিন্দপুরে ১ হাজার ১শ ৭৮ নং সীমান্ত পিলারের কাছাকাছি টহল দিচ্ছিলেন। এ সময় কয়েক চোরাকারবারি ভারতীয় পণ্য নিয়ে অবৈধ উপায়ে বাংলাদেশের অভ্যন্তরে ঢোকার চেষ্টা করে। বিজিবি জোওয়ানরা তখন চ্যালেঞ্জ করলে তারা পণ্যগুলো ফেলে পালিয়ে যায়। বিজিবি সূত্র জানায়, জব্দ করা পণ্যগুলোর দাম আনুমানিক ২২ লাখ টাকা। এগুলো জেলা কাস্টমস্ কর্তৃপক্ষের কাছে জমা দেয়া হয়েছে।
×