ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

ছয় প্রতিষ্ঠানকে জরিমানা

প্রকাশিত: ০০:২২, ২৬ জানুয়ারি ২০২২

ছয় প্রতিষ্ঠানকে জরিমানা

স্টাফ রিপোর্টার ॥ নকল বৈদ্যুতিক তার, প্রসাধনী এবং ভেজাল খাদ্যদ্রব্য উৎপাদন, মজুদ ও বিক্রি করার অভিযোগে ছয়টি প্রতিষ্ঠানকে সাড়ে ২১ লাখ টাকা জরিমানা করেছে র‌্যাবের ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জ এলাকায় ভ্রাম্যমাণ আদালতের নেতৃত্ব দেন র‌্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ মাজহারুল ইসলাম। এ সময় বিএসটিআইয়ের প্রতিনিধি দল উপস্থিত ছিলেন। র‌্যাব-১০-এর সহকারী পরিচালক (মিডিয়া) সহকারী পুলিশ সুপার (এএসপি) এনায়েত কবির সোয়েব এসব তথ্য জানান। এএসপি এনায়েত কবির জানান, অনুমোদনহীন ও নকল বৈদ্যুতিক তার, প্রসাধনী এবং ভেজাল খাদ্যদ্রব্য উৎপাদন, মজুদ ও বিক্রি করার অপরাধে এসব জরিমানা করা হয়।
×