নিজস্ব সংবাদদাতা, ভৈরব ॥ ভৈরবের রাজনগর পল্লীর মৃত আঃ রহমানের ছেলে শুব্র (২৭)কে একটি নারী নির্যাতন মামলার গ্রেফতারি পরোয়ানায় ধরতে গিয়ে না পেয়ে তার বাড়ি তল্লাশী করে বিছানার নিচ থেকে সাড়ে ৮ হাজার টাকা নিয়ে আসে ভৈরব থানা পুলিশ। ঘটনা জানাজানি হলে শুক্রবার রাতে পুলিশ আসামীর বাড়ি গেয়ে টাকা ফেরত দিয়ে ক্ষমা চেয়ে আসে।
খোঁজ নিয়ে জানা গেছে, বৃহস্পতিবার রাতে ভৈরবের রাজনগর গ্রামের মৃত আঃ রহমানের ছেলে শুব্রকে নারী নির্যাতন মামলায় ধরতে যায় ভৈরব থানার এসআই ইসমাঈল হোসেন। কিন্তু শুব্রকে বাড়িতে না পেয়ে তার বাড়িঘর তল্লাশী করে। এসময় বাড়িতে মহিলারা ছিল। পুলিশ মহিলাদের সামনেই বিছানার নিচ থেকে সাড়ে আট হাজার টাকা পায়। পুলিশ সে টাকা নিয়ে আসে। পরে বিষয়টি ভৈরব থানার ওসিকে জানানো হলে রাতে পুলিশ গিয়ে টাকা ফেরত দিয়ে ক্ষমা চেয়ে আসে।
এ ব্যাপারে এসআই ইসমাঈল জানান, তার সাথে একাধিক পুলিশ ছিল।কেউ কাজটি করেছে। তবে যেই করুক টাকা ফেরত দেয়া হবে।এ দিকে পুলিশের টাকা আত্মসাত ও পড়ে ফেরত দেয়ার ঘটনা সোসালমিডিয়ায় ভাইরাল হয়ে পড়ে। পুলিশের এমন আচরনে অনেকে বিচার দাবী করেন।