ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৯ মার্চ ২০২৪, ৫ চৈত্র ১৪৩০

তেঁতুলিয়ায় আবারও দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড

প্রকাশিত: ১৭:২৯, ২২ জানুয়ারি ২০২২

তেঁতুলিয়ায় আবারও দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড

স্টাফ রিপোর্টার, পঞ্চগড় ॥ পঞ্চগড়ের তেঁতুলিয়ায় দুদিন পর আবারও দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। ঘন কুয়াশা ও শৈত্যপ্রবাহে বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন। তীব্র শীত ও কুয়াশার দাপটে জনজীবনে দুর্ভোগ যেমন বেড়েছে তেমনি নানা রোগ বাড়ার পাশাপাশি শীতকালীন ফসলেরও ক্ষয়ক্ষতি হচ্ছে। শীত ও কুয়াশার কারণে ইরি-বোরোর বীজতলাও মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। কৃষকেরা বীজতলায় পলিথিন জড়িয়ে দিয়েও রক্ষা করতে পারছেন না। এতে বীজতলার সংকট হতে পারে। শীতের প্রকোপ বেড়ে যাওয়ায় হাসপাতালগুলোতে শিশু ও বৃদ্ধ রোগীরও সংখ্যা বেড়েছে। শনিবার সকাল ৯টায় তেঁতুলিয়ায় ৮ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়। শুক্রবার ছিল ১১ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। একদিনের ব্যবধানে ৩ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা নেমে আসায় শীতের তীব্রতাও বেড়ে গেছে। পশ্চিমা বায়ু ও উত্তরের হিমেল বাতাস প্রবাহিত হওয়ায় তাপমাত্রা কমতে শুরু করেছে। শনিবার সকাল ৮টায় সূর্যের মুখ দেখা গেলেও রোদের তাপ তেমন ছিলনা। তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. রাসেল শাহ জানান, দুই দিন পর আবারও তাপমাত্রা কমেছে। আগামী তিন থেকে চার দিন তাপমাত্রা অপরিবর্তিত থাকতে পারে বলে তিনি জানান।
×