নিজস্ব সংবাদদাতা, সাভার ॥ সাভার উপজেলার ভাকুর্তা ইউনিয়নে দুটি সড়কের উন্নয়ন কাজের উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার দুপুরে ওই ইউনিয়নের চাইরা ও মুশরীখোলা এলাকায় দুটি সড়কের উন্নয়ন কাজের উদ্বোধন করেন সাভার উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান মঞ্জুরুল আলম রাজীব।
এ সময় আরও উপস্থিত ছিলেন সাভার উপজেলা প্রকৌশলী সালেহ হাসান প্রামানিক, ভাকুর্তা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান লিয়াকত হোসেন, তেঁতুলঝোড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ ফখরুল আলম সমর, ভাকুর্তা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সাহাব উদ্দিন ভুঁইয়া ও সাধারণ সম্পাদক আব্দুল বাতেন, ইউপি সদস্য চাঁন বাদশাসহ আরও অনেকে।
উল্লেখ্য, উপজেলা উন্নয়ন তহবিল এর অর্থায়নে সড়ক দুটির উন্নয়নে ব্যয় হবে ৭৫ লাখ টাকা।