নিজস্ব সংবাদদাতা, চরফ্যাশন ॥ জাটকা আহরণ, ক্রয়, বিক্রয়, মজুদ সম্পূর্ণভাবে নিষিদ্ধ হলেও ভোলার চরফ্যাশনে মাইকিং করে বিক্রি হচ্ছে জাটকা ইলিশ।
শনিবার (১৫ জানুয়ারী) সকালে উপজেলার দক্ষিণ আইচা বাজারের মেইন সড়কের পাশে মাইকিং করে জাটকা ইলিশ বিক্রি করে মৎস্য ব্যবসায়ীরা। মাইকিংয়ে এক মৎস্য ব্যবসায়ী ১২ থেকে ১৬ পিচ জাটকা ইলিশের দাম ৫শ টাকা করে বিক্রি করেছেন। এইসব জাটকা ইলিশগুলো কমদামে ক্রয় করছেন ক্রেতারা।
জানা গেছে, উপজেলার মেঘনা ও তেতুলিয়া নদী থেকে প্রতিনিয়ত জেলেরা জাটকা ধরে এনে বকসি ও সামরাজ ঘাটের আড়তদারদের কাছে বিক্রি করছেন। তাদের থেকে ব্যবসায়ীরা ক্রয় করে জাটকা ইলিশ বিক্রি করেন চরফ্যাশন, দক্ষিণ আইচা, শশীভূষণ, দুলারহাট, মানিকা, বাবুর হাট, চেয়ারম্যান বাজার, চরকচ্ছপিয়া বাজারসহ ছোট-বড় হাট-বাজারে। এ বিষয় উপজেলা মৎস্য কর্মকর্তা মারুফ হোসেন মিনার বলেন- বিষয়টি শুনেছি চেংরামী করে মাইকিং করে মাছ বিক্রয় করেছে।