ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

কবিতা

প্রকাশিত: ০০:০৪, ১৪ জানুয়ারি ২০২২

কবিতা

সুন্দরের গান সোহরাব পাশা চোখে সুন্দরের গান বিনয়ী রোদের ঘ্রাণ ঠোঁটে তবু নিষ্ঠুর অসংগতির অন্ধছায়া মালিণ্যের অশ্লীল আঙুল ত্রস্ত মেঘের মৌচাক; আকাশে উজ্জ্বল ঘড়ি নির্বোধ লণ্ঠন পথের শেষ মোড়ে দাঁড়িয়ে থাকা বালকের চোখে বহুবার হেঁটে গেছে রাত্রির গোধূলি সাগরে নদীর মৃত্যু-গহিন তৃষ্ণার কোলাহল উজানে পথের ডাক জীবনসংগীত; তরঙ্গে নিঃসীম আলো-ছায়া প্রতিশ্রুতির প্রেমের মায়া ফুল ফোটে রৌদ্রে ভিজে মানুষের না গাওয়া শেষ গান তীব্র হাওয়ার ডানায়। কবেকার এক হাঁস আনিসুর রহমান কেউ হাঁসের গল্প জানে জলের কল্পগানে; কার মনে কে বিরাজ করে সময়ে সবখানে? জলে ডুবে হাঁস ভাসে নতুনের অনুপ্রাস; ডুবিলে ভাসিলে রাতে দিনে জলে বসবাস। একদিন এক দ্বীপের কথা যদি মনে পড়ে; বাতাস জলঘেরা এ দ্বীপে জলের স্পর্শ ছেড়ে; হাঁসের বড় জলরাগ জমিনেও মন ফেরে; সে জমিনে আর জলে হাঁসলিপি উদ্ধার করে। হাঁসলিপির যে অর্থ প্রেমের ধর্মে পাঠ করে; সে পাঠ বাতাস ফেরি করে নগরে নগরে; জমিন সে স্বাদ পায়, চাঁদ সূর্য নুয়ে পড়ে; কবেকার এক হাঁস আলিঙ্গনে কার ঘরে?
×