ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৯ মার্চ ২০২৪, ৫ চৈত্র ১৪৩০

ভারতীয় ট্রাক চালকদের অবরোধে হিলি বন্দরে আমদানি-রফতানি বন্ধ

প্রকাশিত: ১৭:৪৮, ৫ ডিসেম্বর ২০২১

ভারতীয় ট্রাক চালকদের অবরোধে হিলি বন্দরে আমদানি-রফতানি বন্ধ

স্টাফ রিপোর্টার, দিনাজপুর ॥ ওজন গড়মিলের অভিযোগ তুলে পণ্য পরিবহন বন্ধ রেখেছেন ভারতীয় ট্রাকচালক সমিতি। ভারত থেকে আসা ট্রাকে পণ্যের ওজন মিলছে না হিলি বন্দর স্কেলে। এ বিষয়ে অভিযোগ করায় ভারতীয় ট্রাকচালকরা পণ্যবাহী ট্রাক আনা বন্ধ করে দিয়েছেন। ফলে হিলি স্থলবন্দর দিয়ে বন্ধ রয়েছে দুই দেশের মাঝে আমদানি-রফতানি কার্যক্রম। রবিবার সকালে ভারত থেকে তিনটি পণ্যবাহী ট্রাক হিলি বন্দরে প্রবেশের করে। এরপর থেকে বন্দরে আর কোনো আমদানি-রফতানি কার্যক্রম হয়নি। হিলি স্থলবন্দরের আমদানি-রপ্তানিকারক গ্রুপের সভাপতি হারুন উর রশিদ হারুন জানান, ভারত থেকে আসা পণ্যবাহী ট্রাক হিলি বন্দর স্কেলে ওজন করে দেখা যায়, ওই দেশের ওজনের সঙ্গে এদেশের ওজন কম হচ্ছে। এ বিষয়ে কয়েকদিন আগে তাদের অভিযোগ করা হয়। এতে করে ভারতের কয়েকটি পণ্যবাহী ট্রাক বন্দরের বাইরের স্কেলে পরীক্ষার জন্য ওজন করা হয়। সেখানেও ওজন কম পাওয়া যায়। এই কারণে ভারতীয় ট্রাকচালক সমিতিরা হিলি বন্দরে পণ্যবাহী ট্রাক আনা বন্ধ করে দিয়েছে। তিনি জানান, এর সঠিক সুরাহা না হলে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে। এ বিষয়ে হিলি সিঅ্যান্ডএফ এজেন্ট এসোসিয়েশনের সাধারণ সম্পাদক জামিল হোসেন চলন্ত জানান, ভারত থেকে পণ্য আমদানি কেন বন্ধ করে দিলো, এ বিষয়ে ভারত হিলির সিঅ্যান্ডএফ এজেন্ট এসোসিয়েশন আমাদের কোনো লিখিত চিঠি দেয়নি। তবে ওই দেশে ট্রাকচালক সমিতিসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আলোচনায় বসেছেন। কেন তারা আমদানি বন্ধ করে দিলো এখনও তা আমাদের অবগত করা হয়নি।
×