ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৯ মার্চ ২০২৪, ৫ চৈত্র ১৪৩০

রাস্তায় নেমে গাড়ি ভাঙচুর করা ছাত্রদের কাজ না ॥ প্রধানমন্ত্রী

প্রকাশিত: ১৪:১৬, ১ ডিসেম্বর ২০২১

রাস্তায় নেমে গাড়ি ভাঙচুর করা ছাত্রদের কাজ না ॥ প্রধানমন্ত্রী

অনলাইন ডেস্ক ॥ রাস্তায় নেমে গাড়ি ভাঙচুর করা ছাত্রদের কাজ না বলে উল্লেখ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, সড়ক দুর্ঘটনায় দোষীরা শাস্তি পাবে । তিনি বলেন, আইন নিজের হাতে তুলে নেবেন না। আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অনেক সতর্ক এ ব্যাপারে। আমি চালকদেরও বলব, গাড়ি সতর্কভাবে চালাতে হবে। আজ বুধবার (১ ডিসেম্বর) গণভবন থেকে ভার্চুয়ালি জয়িতা ফাউন্ডেশন এর ভিত্তিপ্রস্তর ও শিশু একাডেমিতে জাতির পিতার ম্যুরাল উদ্বোধন অনুষ্ঠানে শিশুদের প্রতি আহ্বান জানিয়ে একথা বলেন প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, আমি ছাত্র-ছাত্রীদের বলব, দুর্ঘটনায় ছাত্র যে মারা গেছে- সেটা দুঃখজনক। তিনি বলেন, শিক্ষাপ্রতিষ্ঠান দীর্ঘদিনের জন্য বন্ধ ছিল। শিক্ষাব্যবস্থা চালু রাখার জন্য আমরা বিভিন্ন ব্যবস্থা করেছি। এখন সব স্কুল-কলেজ খুলে গেছে। সাবাইকে এখন পড়াশোনা করতে হবে। তাদের স্কুলে ফিরে যেতে হবে। তিনি আরও বলেন, রাস্তায় নেমে গাড়ি ভাঙচুর করা এটা ছাত্রদের কাজ না। এটা কেউ করবেন না দয়া করে। যার যার শিক্ষাপ্রতিষ্ঠানে ফিরে যান। লেখাপড়া করেন। যারা দোষী অবশ্যই তাদের শাস্তি দেওয়া হবে। তাদের খুঁজে বের করা হয়েছে। আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অনেক সতর্ক এ ব্যাপারে।যারা দোষী তারা অবশ্যই শাস্তি পাবে। সরকারের উন্নয়নের তথ্য তুলে ধরে সরকার প্রধান বলেন, ওমানে উন্নয়নশীল দেশের মর্যাদা পেয়েছে বাংলাদেশ। উন্নয়ন ধরে রাখতে হবে। শিশুরা লেখাপড়া শিখে দেশের মানুষের জন্য কাজ করবে। আজকের শিশু আগামী দিনের ভবিষ্যৎ, একথা স্মরণ করে দেন শেখ হাসিনা। ভবিষ্যতে যারা গাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগের সঙ্গে জড়িত থাকবে তাদের শাস্তির আওতায় আনা হবে বলে হুঁশিয়ারি উচ্চারণ করেন তিনি।
×