ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

৯১ রানেই থেমে গেলেন মুশফিক

প্রকাশিত: ১১:৩১, ২৭ নভেম্বর ২০২১

৯১ রানেই থেমে গেলেন মুশফিক

অনলাইন ডেস্ক ॥ চট্রগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে প্রথম টেস্টের দ্বিতীয় দিনের শুরুতেই আজ আউট হয়ে যান লিটন। তার পরে অভিষেক ইনিংসে ইয়াসির মাত্র ৫ রান করে আউট হয়েছেন। লিটন গতকাল সেঞ্চুরি করেছিলেন । গতকালের ১১৩ রান নিয়ে খেলতে নেমে আজ আর মাত্র নিজের নামের পাশে ১ রান যোগ করে ১১৪ রানে আউট হয়েছেন। সেঞ্চুরির দ্বারপ্রান্তে এসে ৯১ রানে আউট হয়েছেন অভিজ্ঞ ব্যাটসম্যান মুশফিক। গতকাল মুশফিক ৮২ রানে অপরাজিত ছিলেন। এখন খেলছেন মিরাজ ২২ ও তাইজুল ৭ রানে। ১০৬ ওবার খেলে বাংলাদেশের করেছে ৩০০ রান। বাংলাদেশ দল: মুমিনুল হক (অধিনায়ক), সাদমান ইসলাম, সাইফ হাসান, নাজমুল হোসেন শান্ত, মুশফিকুর রহিম, লিটন কুমার দাস (উইকেটরক্ষক), মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, ইয়াসির আলি চৌধুরি, আবু জায়েদ চৌধুরি, ইবাদত হোসেন। পাকিস্তান দল: আব্দুল্লাহ শফিক, আবিদ আলী, আজহার আলী, বাবর আজম (অধিনায়ক), ফাওয়াদ আলম, মোহাম্মদ রিজওয়ান (উইকেটকিপার), ফাহিম আশরাফ, নোমান আলী, হাসান আলী, শাহীন শাহ আফ্রিদি, সাজিদ খান।
×