ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

ইবির ক্যাফেটেরিয়া খোলার দাবি শিক্ষার্থীদের

প্রকাশিত: ১০:২৫, ২৫ নভেম্বর ২০২১

ইবির ক্যাফেটেরিয়া খোলার দাবি শিক্ষার্থীদের

ইবি সংবাদদাতা ॥ করোনাকালীন দীর্ঘ ছুটির পর ২৫ অক্টোবর ইসলামী বিশ^বিদ্যালয় (ইবি) পুরোদমে খুলেছে। ক্যাম্পাসের স্বাভাবিক কার্যক্রম চালু হওয়ার এক মাস পেরিয়েও বিশ^বিদ্যালয়ের টিএসসিসিতে অবস্থিত কেন্দ্রীয় ক্যাফেটেরিয়া চালু হয়নি। বেসিন, চেয়ার ও বেঞ্চগুলো পড়ে রয়েছে অপরিচ্ছন্ন ও এলোমেলোভাবে। এ নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন শিক্ষার্থীরা। অতি দ্রুত ক্যাফেটেরিয়া চালুর দাবি জানিয়েছেন তারা। আগামী জানুয়ারিতে এটি চালু হতে পারে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। শিক্ষার্থীরা জানান, ক্যাম্পাসের সংস্কৃতি চর্চার প্রাণকেন্দ্র টিএসসিসি। ক্লাস-পরীক্ষা শেষে ক্লান্তি-অবসাদ কাটাতে শিক্ষার্থীরা টিএসসিতে অবস্থিত ক্যাফেটেরিয়াতে সহপাঠী, সিনিয়র অথবা জুয়িয়রদের সাথে নিয়ে আড্ডা দেন। চা-নাস্তা খেতে খেতে বসে গানের আসরও। গান-আড্ডায় মুখরিত স্থানটি এখন জনশূন্য। এছাড়া ক্যাম্পাসে অবস্থিত বিভিন্ন হোটেলের চেয়ে সেখানে কম মূল্যে তুলনামূলক ভালো খাবার পাওয়া যায়। ফলে অনেক শিক্ষার্থীই ক্যাফেটেরিয়ায় খাবার গ্রহণ করেন। সেটি বন্ধ থাকায় বাধ্য হয়েই তারা হোটেলগুলোতে বেশি মূল্যের খাবার গ্রহণ করছে। এ বিষয়ে ব্যবস্থাপনা বিভাগের শিক্ষার্থী আশিকুর রহমান বলেন, ‘সম্প্রসারণ কাজের নামে ক্যাফেটেরিয়া বন্ধ রাখা অযৌক্তিক। কাজ দ্রুত শেষ করে অতি দ্রুত ক্যাফেটেরিয়া চালু করার জোর দাবি জানাচ্ছি।’ টিএসসিসির উপ-রেজিস্ট্রার সুদেব কুমার বিশ্বাস (দেবু) বলেন, ‘টিএসসিসির উর্ধ্বমূখী সম্প্রসারণ কাজ চলছে। সেখান থেকে ময়লা-আবর্জনা খাবারে পড়ার সম্ভাবনা রয়েছে। তাই আমরা ক্যাফেটেরিয়া খুলতে পারছি না। আশা করি জানুয়ারিতে চালু করা সম্ভব হবে।’
×