ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

পাঁচ হাজার কিমি পাল্লার ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ ভারতের

প্রকাশিত: ০১:১০, ২৮ অক্টোবর ২০২১

পাঁচ হাজার কিমি পাল্লার ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ ভারতের

জনকণ্ঠ ডেস্ক ॥ ভারতীয় সেনার মাথায় নতুন পালক। বুধবার দেশটির সেনাবাহিনী সফলমূলক উৎক্ষেপণ করেছে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র অগ্নি-৫। স্থানীয় সময় রাত সাড়ে সাতটার দিকে ওড়িশার এপিজে আব্দুল কালাম দ্বীপ থেকে এই ক্ষেপণাস্ত্রের উৎক্ষেপ করা হয়। খবর আনন্দবাজার অনলাইনের। ৫ হাজার কিলোমিটার দূরের কোন লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম এই ক্ষেপণাস্ত্রের উৎক্ষেপণের মাধ্যমে পরোক্ষভাবে চীন ও পাকিস্তানের কাছে কড়া বার্তা পৌঁছল বলেই মনে করছেন দেশটির বিশেষজ্ঞরা। এই ক্ষেপণাস্ত্রের বিশেষত্ব হলো, এক সঙ্গে একাধিক লক্ষ্যবস্তু নিখুঁতভাবে ধ্বংস করতে সক্ষম। শুধু তাই নয়, এই ক্ষেপণাস্ত্রের মাধ্যমে পরমাণু হামলাও চালানো যাবে। এই ক্ষেপণাস্ত্রকে চলমান উৎক্ষেপণ যানের মাধ্যমেও উৎক্ষেপণ করা যাবে।
×