ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

সিনোফার্মের আরও ২ লাখ টিকা এলো

প্রকাশিত: ০০:০৪, ২৭ অক্টোবর ২০২১

সিনোফার্মের আরও ২ লাখ টিকা এলো

স্টাফ রিপোর্টার ॥ চীনের সিনোফার্মের করোনা প্রতিরোধী আরও দুই লাখ ডোজ টিকা দেশে পৌঁছেছে। এ তথ্য নিশ্চিত করে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য কর্মকর্তা মাঈদুল ইসলাম প্রধান জনকণ্ঠকে বলেন, মঙ্গলবার বিকেল ৪টা ১০ মিনিটে টিকার এ চালান বহনকারী বিমান হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছেছে। তিনি জানান, রেড ক্রিসেন্ট সোসাইটির মাধ্যমে চীন থেকে এ দুই লাখ ডোজ টিকা এসেছে। বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির মহাসচিব ও সাবেক রেলওয়ে সচিব ফিরোজ সালাউদ্দিন বিমানবন্দরে উপস্থিত থেকে টিকার এ চালান গ্রহণ করেন। প্রসঙ্গত, এ বছরের ২৭ জানুয়ারি দেশে করোনার টিকাদান কার্যক্রম শুরু হয়। ওইদিন প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাজধানীর কুর্মিটোলা হাসপাতালে অক্সফোর্ড-এ্যাস্ট্রাজেনেকার টিকার মাধ্যমে কার্যক্রম উদ্বোধন করেন।
×