ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

জাতীয় ফুটবল দলের নয়া কোচ মারিও লেমোস

প্রকাশিত: ০০:১৪, ২২ অক্টোবর ২০২১

জাতীয় ফুটবল দলের নয়া কোচ মারিও লেমোস

রুমেল খান ॥ আগামী নবেম্বরে শ্রীলঙ্কায় চার জাতির একটি টুর্নামেন্ট (প্রাইম মিনিস্টার মাহিন্দা রাজাপাকসে ট্রফি) অনুষ্ঠিত হবে। সেখানে অংশ নেবে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। টুর্নামেন্টের সূচী তৈরি হয়ে গেছে। এই আসরে বাংলাদেশসহ অংশ নেবে সেশেলস, মালদ্বীপ ও স্বাগতিক শ্রীলঙ্কা। এখন বাংলাদেশ দলের সবাই ছুটি কাটাচ্ছেন। কদিন পরেই অনুশীলন শুরু হবে। কোচ হিসেবে অস্কার ব্রুজোনই থাকবেন বলে একটি সূত্রে জানা গিয়েছিল। কিন্তু ব্রুজোন নয়, বাংলাদেশ দলের নয়া কোচ হিসেবে মারিও লেমোসকে বেছে নিয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। আবাহনীর পর্তুগিজ কোচ মারিও লেমোস ২০১৮ সালের শুরুতে মাত্র তিন মাসের চুক্তিতে বাংলাদেশ জাতীয় ফুটবল দলের ফিটনেস কোচ হিসেবে কাজ করেছিলেন। জানা গেছে স্প্যানিশ কোচ অস্কার ব্রুজোন দায়িত্ব নিতে রাজি না হওয়ায় বাফুফে শেষ পর্যন্ত বেছে নেয় ৩৫ বছর বয়সী মারিওকেই। তিনি এখন পর্তুগালে ছুটি কাটাচ্ছেন। ভিসা হয়ে গেলেই ঢাকায় চলে আসবেন ৫ ফুট ৭ ইঞ্চির অধিকারী লেমোস। তিনি এলেই ২৫ অক্টোবর থেকে ক্যাম্প শুরু হবে বলে জানান জাতীয় দল কমিটির চেয়ারম্যান কাজী নাবিল আহমেদ। সাফ চ্যাম্পিয়নশিপ শেষ করে এসে অস্কার ব্রুজোনের সঙ্গে আলোচনায় বসেছিলেন বাফুফের সভাপতি কাজী মো. সালাউদ্দিন। শ্রীলঙ্কা সফরেও অস্কারকে চেয়েছিলেন সালাউদ্দিন। কিন্তু বসুন্ধরা কিংসের সঙ্গে চুক্তি বৃদ্ধি করায় এই মুহূর্তে বাংলাদেশ দলের দায়িত্ব নিতে রাজি হননি অস্কার। গত তিন বছর ধরে বাংলাদেশ জাতীয় ফুটবল দলের কোচ ছিলেন ইংল্যান্ডের জেমি ডে। তার পারফরম্যান্সে বাফুফে সন্তুষ্ট না হওয়ায় তাকে তিন মাসের জন্য দায়িত্ব থেকে সাময়িক বিরতি দেয়। এভাবেই সাফ চ্যাম্পিয়নশিপে দৃশ্যপটে চলে আসেন অস্কার। তার অধীনে সাফে বাংলাদেশ ৫ দলের মধ্যে চতুর্থ হয়। অল্পের জন্য ফাইনালে উঠতে পারেনি লাল-সবুজ বাহিনী। তারপরও বাফুফে অস্কারের কাজে সন্তুষ্ট ছিল। নইলে সাফ ফুটবল শেষে তাকেই আবার কোচিং চালিয়ে যেতে অনুরোধ করবে কেন? কিন্তু বসুন্ধরা কিংসের সঙ্গে চুক্তিবদ্ধ থাকায় এবং কদিনের মধ্যে ঘরোয়া মৌসুম শুরু হবে বিধায় বাফুফের প্রস্তাব এবার আর গ্রহণ করেননি অস্কার। লেমোসের কোচিং আবাহনী ফেডারেশন কাপের শিরোপা জিতেছে। এছাড়া এএফসি কাপের জোনাল সেমিফাইনালে খেলেছে, যা আবাহনীর ইতিহাসের সেরা সাফল্য। এই বিষয়গুলোই বাফুফেকে আকৃষ্ট করেছে তাকে জাতীয় দলের কোচ হিসেবে দায়িত্ব দিতে।
×