ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

লা লিগায় জয়ে ফিরেছে বার্সিলোনা

প্রকাশিত: ০০:০৩, ২৮ সেপ্টেম্বর ২০২১

লা লিগায় জয়ে ফিরেছে বার্সিলোনা

স্পোর্টস রিপোর্টার ॥ স্প্যানিশ লা লিগায় টানা দুই ম্যাচ ড্রয়ের পর জয়ে ফিরেছে বার্সিলোনা। নিজেদের মাঠে রবিবার কাতালান ক্লাবটি ৩-০ গোলে পরাজিত করেছে লেভান্তেকে। ফলে চলতি মৌসুমে এখন পর্যন্ত অপরাজিত রয়েছে স্প্যানিশ জায়ান্টরা। সেইসঙ্গে স্বস্তি ফিরে পেয়েছেন চাকরি হারানোর শঙ্কায় থাকা কোচ রোনাল্ড কোম্যানও। তবে শঙ্কা কিংবা লেভান্তের বিপক্ষে জয় ছাপিয়ে আলোচনার তুঙ্গে কাতালান ক্লাবটির তরুণ ফরোয়ার্ড আনুস ফাতির গোল। বদলি হিসেবে মাঠে নেমে ১০ মিনিটেই গোল করেন তিনি। বার্সিলোনার সাবেক প্রাণভোমরা লিওনেল মেসির রেখে যাওয়া ১০ নম্বর জার্সি পড়ে প্রথম ম্যাচেই গোল করে পাদপ্রদীপের আলোয় উঠে এসেছেন আনুস ফাতি। অথচ, তার বয়স মাত্র ১৮। বার্সিলোনার জার্সিতে সর্বশেষ প্রতিনিধিত্ব করেছিলেন গত বছরের নবেম্বরে। এরপর আর মাঠে নামার সুযোগ মিলেনি তার। ৮১ মিনিটে মাঠে নামেন তিনি। ৯১ মিনিটে বক্সের বাইরে থেকে দারুণ শটে গোল করেন বার্সার নতুন ১০ নম্বর জার্সিধারী। তবে ফাতির গোলের আগেই এদিন ২-০ ব্যবধানে এগিয়েছিল কাতালান ক্লাবটি। ন্যু ক্যাম্পে ম্যাচ শুরুর ৭ মিনিটেই মেম্পিস ডিপের স্পট কিকে এগিয়ে যায় বার্সা। ১৪ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন লুক ডি জং। ট্রান্সফার উইন্ডোর শেষ দিনে সেভিয়া থেকে বার্সায় যোগ দেয়ার পর এটাই তার প্রথম গোল। বার্সিলোনার জীবন্ত কিংবদন্তি তো বটেই বিশ্ব ফুটবলেরই সর্বকালের সেরাদের একজন মেসি। তার জার্সি পরে খেলার অনুভূতিটা কেমন? ফাতি বললেন, ‘মেসির পর দশ নম্বর জার্সি পরতে পেরে আমি অনেক গর্বিত। ক্লাব ও ক্লাবের অধিনায়কদের ধন্যবাদ জানাই আমাকে এই সুযোগ করে দেয়ার জন্য।’ এই জয়ের ফলে মৌসুমের প্রথম ৬ ম্যাচ থেকে বার্সিলোনার সংগ্রহে ১২ পয়েন্ট। অবস্থান তালিকার ছয়ে। শীর্ষে রিয়াল মাদ্রিদ। ৭ ম্যাচ থেকে তাদের দখলে ১৭ পয়েন্ট। দুই নম্বরে রিয়াল সোসিয়েদাদ।
×