ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

শ্যালিকাকে নিয়ে চম্পট শিক্ষক

প্রকাশিত: ২২:১৮, ১৬ সেপ্টেম্বর ২০২১

শ্যালিকাকে নিয়ে চম্পট শিক্ষক

স্টাফ রিপোর্টার, পঞ্চগড় ॥ স্ত্রী ও এক কন্যাসন্তান থাকার পরও শ্যালিকাকে নিয়ে চম্পট দিয়েছেন পঞ্চগড়ের এক স্কুলের মৌলভী শিক্ষক। শ্যালিকাকে নিয়ে পালানোর ঘটনায় ওই মৌলভী শিক্ষককে স্কুল কর্তৃপক্ষ সাময়িকভাবে বরখাস্ত করেছেন। ওই মৌলভী শিক্ষকের বাড়ি পঞ্চগড় সদর উপজেলার চাকলাহাট ইউপির দেউনিয়াপাড়া গ্রামে। মৌলভী শিক্ষকের এহেন কর্মকান্ডে এলাকায় হাস্যরসের সৃষ্টি হয়েছে। জানা যায়, চাকলাহাট ইউপির শিংরোড রতনীবাড়ি দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ের মৌলভী শিক্ষক হায়দার আলী গত ১ সেপ্টেম্বর নিজ শ্যালিকাকে নিয়ে পালিয়ে যান। স্কুলের ভাবমূর্তি রক্ষার্থে স্কুল খোলার দিনই ওই শিক্ষককে সাময়িকভাবে বরখাস্ত করা হয়। স্কুল শিক্ষক হায়দার আলী আট বছর আগে একই ইউনিয়নের অমরখানা গ্রামে বিয়ে করেন। তাদের সংসারে সাত বছর বয়সী একটি কন্যাসন্তান রয়েছে। স্কুল যাওয়ার পথেই শ্বশুরবাড়ি হওয়ার সুবাদে যাতায়াতের পথে হায়দার আলী তার শ্যালিকার সঙ্গে অনৈতিক সম্পর্ক গড়ে তোলেন। করোনাকালীন স্কুল বন্ধ থাকলেও শ্যালিকার সঙ্গে অনৈতিক সম্পর্ক চালিয়ে আসছিলেন। সম্পর্কের এক পর্যায়ে গত ১ সেপ্টেম্বর স্ত্রীকে ফাঁকি দিয়ে শ্যালিকাকে নিয়ে হায়দার আলী পালিয়ে যান। ঘটনা এলাকায় চাউড় হলে দুলাভাই-শ্যালিকার অনৈতিক সম্পর্ক নিয়ে হাস্যরসের সৃষ্টি হয়। বর্তমানে ওই শিক্ষক শ্যালিকাকে নিয়ে সদর উপজেলার মাগুড়া ইউনিয়নে বসবাস করছেন বলে জানা গেছে। শিংরোড রতনীবাড়ি দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমিনুল ইসলাম জানান, স্কুলের ভাবমূর্তি নষ্ট করায় গত ১২ সেপ্টেম্বর ম্যানেজিং কমিটির জরুরী সভায় মৌলভী শিক্ষক হায়দার আলীকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়। অভিযুক্ত শিক্ষক হায়দার আলীর সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করে তাকে পাওয়া যায়নি।
×