ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

ধামরাইয়ে বহিস্কৃত নেতার বিচারের দাবিতে মানববন্ধন

প্রকাশিত: ১৬:৪৭, ১৫ সেপ্টেম্বর ২০২১

ধামরাইয়ে বহিস্কৃত নেতার বিচারের দাবিতে মানববন্ধন

সংবাদদাতা, ধামরাই, ঢাকা ॥ ধামরাইয়ের বালিয়া ইউনিয়ন আওয়ামী লীগ থেকে বহিস্কৃত নেতা আব্দুল গনি সুমনের টর্চারসেল তার সহযোগীদের রোশানল তান্ডবনীলা বন্ধ ও দেলুয়ার হোসেন( দলু) এবং মঞ্জুর দেওয়া মিথ্যা মামলা থেকে মুক্তির দাবিতে বিক্ষোভ মিছিল মানববন্ধন করেছে এলাকাবাসি। বুধবার (১৫ সেপ্টেম্বর) দুপুরে বালিয়া ইউনিয়নের পশ্চিম সূত্রাপুর শান্তি কমিটির আয়োজনে চৌরাস্তা বাজারে শতাধিক এলাকাবাসি এ মানববন্ধন করেন। মানববন্ধনে বক্তব্য রাখেন বালিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ মুজিবুর রহমান, প্রচার প্রকাশনা সম্পাদক আব্দুল মান্নান, সূত্রাপুর শান্তি কমিটির সভাপতি ও ইউনিয়ন আওয়ামী লীগের সহ সভাপতি আব্দুল মজিদ, সূত্রাপুর শান্তি কমেটির সাধারন সম্পাদক আব্দুল গনি, সাবেক মেম্বার বাহার উদ্দিন প্রমুখ। মানববন্ধনে বক্তারা বলেন বালিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আহম্মদ হোসেন এর প্রিয় প্রাত্র ভূমিদস্যু, সন্ত্রাসী, চাদাবাজ বহিস্কৃত নেতা আব্দুল গনি সুমনের নির্যাতনে এলাকাবাসি অতিষ্ঠ, গনি তার অফিসের নামে একটি টর্চারসেল বানিয়েছে, সেখানে নিয়ে সাধারন মানুষদের নির্যাতন করেন, তার নির্যাতন থেকে রেহাই পেতে ও এলাকার স্বস্তি ফিরিয়ে আনতে আমরা সূত্রাপুর শান্তি কমিটি নামে একটি সংঘঠন গঠন করেছি, সংগঠন গঠনের পর থেকে আমাদের সংগঠনের সদস্যদের নানা রকম মামলা দিয়ে পুলিশি হয়রানী করিছে সুমন, আমরা এ নির্যাতন থেকে প্রতিকার চাই এবং আব্দুল গনি সুমন সহ তার সহযোগী আওয়াল, মুকুলের শাস্তি চাই। পরিশেষে মানববন্ধন কারীরা এ নির্যাতন থেকে রেহাই পেতে প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তাদের হস্তক্ষেভ কামনা করেন।
×