ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

টঙ্গীর গার্মেন্টসে নামাজ পড়ায় নিষেধাজ্ঞা আন্দোলনের মুখে প্রত্যাহার

প্রকাশিত: ১৬:৫৯, ৫ আগস্ট ২০২১

টঙ্গীর গার্মেন্টসে নামাজ পড়ায় নিষেধাজ্ঞা আন্দোলনের মুখে প্রত্যাহার

নিঁজস্ব সংবাদদাতা, টঙ্গী ॥ টঙ্গীর সাতাইশ এলাকার দাড়াইলে একটি গার্মেন্টসে নামাজ এবং পাঞ্জাবি পড়া যাবে না, এমন জারি করা নোটিশে ফুঁসে উঠা শ্রমিকদের আন্দোলন সামাল দিতে নোটিশ বাতিল করে নয়া নোটিশ জারির মাধ্যমে পরিস্থিতি সামাল দেয়া হয়েছে। এস এন্ড পি বাংলা লিঃ নামের গার্মেন্টস কারখানায় ঘটেছে এমন ঘটনা। বৃহস্পতিবার টঙ্গী পশ্চিম থানা পুলিশের ওসি শাহ্ আলম কারখানা কর্তৃপক্ষ এবং শ্রমিকদের মাঝে ঘটে যাওয়া ঘটনার উদ্বৃতি দিয়ে জনকণ্ঠকে জানান, নামাজ এবং পাঞ্জাবি পড়ার নিষেধাজ্ঞার একটি বিজ্ঞপ্তি বুধবার নোটিশ বোর্ডে জারি করে কারখানা কর্তৃপক্ষ। এ নিয়ে শ্রমিকদের মাঝে দেখা দেয় চরম উত্তেজনা। নোটিশ বোর্ডের নোটিশটি সামাজিক যোগাযোগ মাধ্যমেও ছড়িয়ে পড়ে। এতে স্হানীয় লোকজনও প্রতিক্রিয়া দেখাতে ছুটে আসে কারখানার সামনে। কারখানার এমডি কক বুকেন নামাজের নিষেধাজ্ঞার বিষয়টি অনিচ্ছাকৃত উল্লেখ করে বলেন, আমি আন্তরিকভাবে দুঃখিত। সব শ্রমিক আমার কারখানায় নামাজ পড়তে পারবেন এবং পাঞ্জাবিও পড়তে পারবেন। খবর পেয়ে টঙ্গী পশ্চিম থানা পুলিশের ওসি শাহ্ আলম ছুটে আসেন ঘটনাস্থলে। নামাজ এবং পাঞ্জাবি পড়া যাবে মর্মে ওসির সহায়তায় কারখানা কর্তৃপক্ষ তাৎক্ষণিক আরো একটি নোটিশ জারি করলে পরিস্থিতি শান্ত হয়।
×