ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৯ মার্চ ২০২৪, ৫ চৈত্র ১৪৩০

আন্তর্জাতিক পুরস্কার পেল বিনা ও বিজ্ঞানী শামসুন নাহার

প্রকাশিত: ০১:০৯, ৩ আগস্ট ২০২১

আন্তর্জাতিক পুরস্কার পেল বিনা ও বিজ্ঞানী শামসুন নাহার

জনকণ্ঠ ডেস্ক ॥ জাতিসংঘের আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার (আইএইএ) পুরস্কার জিতেছে বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউট (বিনা) ও এর মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ড. শামসুন নাহার বেগম। সোমবার কৃষি মন্ত্রণালয় থেকে পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, জাতিসংঘের আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার (আইএইএ) আউটস্ট্যান্ডিং এ্যাচিভমেন্ট এ্যাওয়ার্ড পেয়েছে বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউট (বিনা) ও এর মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ড. শামসুন নাহার বেগম পেয়েছেন ‘উইমেন ইন প্ল্যান্ট মিউটেশন ব্রিডিং এ্যাওয়ার্ড’। প্ল্যান্ট মিউটেশন ব্রিডিং ও রিলেটেড বায়োটেকনোলজিতে অবদানের জন্য এ পুরস্কার পেয়েছে। আগামী সেপ্টেম্বরে আইএইএর সাধারণ অধিবেশনে আনুষ্ঠানিকভাবে এ পুরস্কার দেয়া হবে।
×