ঢাকা, বাংলাদেশ   রোববার ০৫ মে ২০২৪, ২২ বৈশাখ ১৪৩১

ক্রিকেটে ‘স্মার্ট বল’

প্রকাশিত: ২২:৫২, ৩১ জুলাই ২০২১

ক্রিকেটে ‘স্মার্ট বল’

স্পোর্টস রিপোর্টার ॥ ক্রিকেটে প্রযুক্তির ব্যবহার নতুন নয়। বিশ্বজুড়ে ফ্র্যাঞ্চাইজি টি২০’র জনপ্রিয়তায় সেটি আরও বেড়েছে। তারই ধারাবাহিকতায় এবার ‘স্মার্ট বল’ ব্যবহার করতে যাচ্ছে ক্যারিবিয়ান প্রিমিয়ার লীগ (সিপিএল)। স্পোর্টকোরের প্রযোজনায় বানানো কুকাবুরা স্মার্ট বল অন্য ক্রিকেট বলের মতোই। তবে এটিতে একটা বাড়তি কোর বা আবরণ থাকবে। যার ফলে রাডার বা বল ট্র্যাকিং টেকনোলজির চেয়েও বেশি তথ্য পাওয়া যাবে। প্রতিটি বল করার পর দ্রুততম সময়ের মধ্যে বলের গতি এবং স্পিনের তথ্য জানিয়ে দেবে এটি। প্রথমে বল ছাড়ার সময়, পরে পিচে বাউন্স করার সময় এবং সর্বশেষ ব্যাটসম্যানের কাছে পৌঁছানোর সময়ের গতি ও স্পিনের তথ্যগুলো সরবরাহ করবে এই বল।
×