ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

হিজড়াদের ঘর আলোকিত করে দিলেন ইউএনও

প্রকাশিত: ২১:৫৫, ১৫ জুন ২০২১

হিজড়াদের ঘর আলোকিত করে দিলেন ইউএনও

নিজস্ব সংবাদদাতা, হবিগঞ্জ ॥ হবিগঞ্জ জেলার শায়েস্তাগঞ্জ উপজেলার খোয়াই রেল ব্রিজের পাশে সরকারী জমিতে হিজড়াদের বসবাস। সরকারী জমি হওয়ায় তারা বিদ্যুৎ বঞ্চিত ছিল। কারণ বিদ্যৎ সংযোগ পেতে হলে জমির কাগজপত্র প্রয়োজন। হিজড়াদের জমির কাগজ নেই। একারণে তারা রাতের বেলায় কুপিবাতি জ্বালিয়ে চলছিল। বিষয়টি নজরে আসে শায়েস্তাগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ মিনহাজুল ইসলামের। তিনি উদ্যোগ গ্রহণ করেন। সংগ্রহ করেন সৌর বিদ্যুতের সোলার প্যানেল। এ সোলার তাদের ঘরের উপরে স্থাপন করা হয়। সোলারটি থেকে হিজড়াদেরসহ এ পাড়ার ৫টি ঘরে সংযোগ দিয়ে লাইট স্থাপন করা হয়। মঙ্গলবার (১৫ জুন) বিকেলে সরেজমিন গিয়ে এর উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ মিনহাজুল ইসলাম। লাইট জ্বলে উঠে ঘর আলোকিত হওয়ায় হিজড়ারা আনন্দিত হয়। তারা (হিজড়ারা) প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও উপজেলা পরিষদ চেয়ারম্যান, উপজেলা নির্বাহী অফিসারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছে। এ সময় হিজড়াদের পক্ষ থেকে ইউএনও’র কাছে সরকারীভাবে ঘর দেওয়ার জন্য দাবী জানানো হয়। এ প্রেক্ষিতে ইউএনও মোঃ মিনহাজুল ইসলাম বলেন, বিষয়টি গুরুত্ব দিয়ে দেখা হবে। এছাড়াও উপজেলা প্রশাসন থেকে তাদেরকে অন্যান্য সহযোগীতার আশ্বাস দেওয়া হয়।
×