ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৯ মার্চ ২০২৪, ৫ চৈত্র ১৪৩০

জামালপুরের কামালপুর সীমান্তে ভারতীয় নাগরিক আটক

প্রকাশিত: ১৯:০৪, ১৫ জুন ২০২১

জামালপুরের কামালপুর সীমান্তে ভারতীয় নাগরিক আটক

নিজস্ব সংবাদদাতা, জামালপুর ॥ বাংলাদেশ-ভারত সীমান্তবর্তী জামালপুরের বকশীগঞ্জ উপজেলার ধানুয়া কামালপুর সেতু এলাকা থেকে সুমন মিয়া (১৯) নামের ভারতীয় এক নাগরিককে আটক করে পুলিশে দিয়েছে স্থানীয় জনতা। সোমবার রাতে তাকে আটকের পর স্থানীয় ইউপি চেয়ারম্যানের মাধ্যমে মঙ্গলবার তাকে বকশীগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে। তার করোনা পরীক্ষাসহ তাকে বকশীগঞ্জ হাসপাতালে আইসোলেশনে রাখা হয়েছে। আটক সুমন নিজেকে ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের জলপাইগুড়ি জেলা সদর থানার এসকসপাড়া গ্রামের তালেব আলী মেম্বারের ছেলে বলে পরিচয় দিয়েছেন। স্থানীয় একাধিক সূত্র জানায়, সোমবার রাত সাড়ে ১১টার দিকে বকশীগঞ্জ উপজেলার ধানুয়া কামালপুর সেতুতে অজ্ঞাত পরিচয়ের এক যুবককে ঘোরাফেরা করতে দেখে স্থানীয়দের সন্দেহ হয়। স্থানীয়রা তাকে আটক করে বিষয়টি স্থানীয় ইউপি চেয়ারম্যান মোস্তফা কামালকে জানায়। মঙ্গলবার ভোরে স্থানীয়রা বিষয়টি স্থানীয় কামালপুর বিজিবি ক্যাম্পে জানালে আটকের স্থান সীমান্তের নো-ম্যানস ল্যান্ডে না হওয়ায় বিজিবির কামালপুর ক্যাম্প কর্তৃপক্ষ তাকে থানায় সোপর্দ করার পরামর্শ দেন। খবর পেয়ে মঙ্গলবার দুপুরে বকশীগঞ্জ থানা পুলিশ তাকে সেখান থেকে উদ্ধার করে বকশীগঞ্জ উপজেলা হাসপাতালে ভর্তি করেছে। বকশীগঞ্জ থানার ওসি মো. শফিকুল ইসলাম জানান, আটক ভারতীয় যুবক সুমন মিয়াকে বকশীগঞ্জ উপজেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার করোনা পরীক্ষাসহ পুলিশ হেফাজতে হাসপাতাল আইসোলেশনে তাকে পর্যবেক্ষণে রাখা হবে। এ ব্যাপারে থানায় মামলা দায়ের করা হবে। পর্যায়ক্রমে তার ব্যাপারে পরবর্তী আইনগত পদক্ষেপ গ্রহণ করা হবে। বকশীগঞ্জ হাসপাতালের ইউএইচএফপিও ডা. প্রতাপ নন্দী জনকণ্ঠকে বলেন, ভারতীয় যুবক সুমন মিয়াকে বকশীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। তার করোনা পরীক্ষাসহ তাকে টানা ১৪ দিন হাসপাতাল আইসোলেশনে রাখার প্রস্তুতি চলছে। তাকে সার্বক্ষণিক পর্যবেক্ষণে রাখা হবে।
×