ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

ইসরাইল নিয়ে সমালোচনার পক্ষে যুক্তি ইলহান ওমরের

প্রকাশিত: ২১:২০, ১২ জুন ২০২১

ইসরাইল নিয়ে সমালোচনার পক্ষে যুক্তি ইলহান ওমরের

যুক্তরাষ্ট্র এবং ইসরাইলকে হামাস ও তালেবানের সঙ্গে ‘একই পাতে ফেলার’ অভিযোগ তুলে ডেমোক্র্যাট দলের সহকর্মীরা তিরস্কার করার পর এর পাল্টা জবাব দিয়েছেন একই দলের কংগ্রেস সদস্য ইলহান ওমর। বিবিসি জানিয়েছে, ১২জনের মনে ইহুদী আইনপ্রণেতা ইলহান ওমরের প্রতি আহ্বান জানিয়েছেন ‘তার বক্তব্য স্পষ্ট’ করতে, কিন্তু মিনেসোটার এই প্রতিনিধি তাদের ওই ‘বক্রোক্তি’র সমালোচনা করেছেন। ইসরাইলকে নিয়ে সমালোচনা করায় এর আগেও ইলহান ওমরকে নিজ দলের সদস্যদের মাঝেই বিরূপ পরিস্থিততে পড়তে হয়েছে। সোমবার এক টুইট বার্তায় ওমর লেখেন, যুক্তরাষ্ট্র, হামাস, ইসরাইল, আফগানিস্তান ও তালেবানের অভাবনীয় অত্যাচার দেখতে হয়েছে আমাদের। মানবতাবিরোধী অপরাধের শিকার সব ভুক্তভোগীর জন্য একই ধরনের জবাবদিহিতা ও বিচার থাকতে হবে।
×