ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

বাংলাবাজার ঘাটে ঢাকামুখী যাত্রীদের ঢল ॥ স্বাস্থবিধি উপেক্ষিত

প্রকাশিত: ১৩:০১, ১৭ মে ২০২১

বাংলাবাজার ঘাটে ঢাকামুখী যাত্রীদের ঢল ॥ স্বাস্থবিধি উপেক্ষিত

নিজস্ব সংবাদদাতা, মাদারীপুর ॥ ঈদ উদযাপন শেষে কর্মস্থলে ফিরতে থাকা দক্ষিণবঙ্গের ঢাকামুখী মানুষের ঢল নেমেছে বাংলাবাজার ঘাটে। সোমবার ভোর থেকে দক্ষিণ বঙ্গের ২১ জেলার হাজার হাজার মানুষ বাংলাবাজার ঘাটে এসে ফেরিতে পদ্মা নদী পার হচ্ছেন। এদিকে আজো শিমুলিয়া ঘাট থেকে ছেড়ে আসা প্রতিটি ফেরিতে যাত্রীর চাপ লক্ষ্য করা গেছে। গণপরিবহন বন্ধ থাকায় বিড়ম্বনার শিকার হচ্ছে যাত্রীরা। যাত্রীদের গন্তব্যে পৌঁছাতে হচ্ছে ভেঙে ভেঙে। এতে চরম ভোগান্তির পাশাপাশি গুণতে হচ্ছে অতিরিক্ত ভাড়াও। যাত্রীদের সুবিধার্থে ঘাট ও আশপাশ এলাকায় বিপুল সংখ্যক আইন-শৃঙ্খলারক্ষা বাহিনী নিয়োজিত রয়েছে। কাজ করছে মেডিকেল টিম। তবে স্বাস্থবিধি মানার কোনো বালাই নেই। ফ্রিস্টাইলে মানুষ চলাচল করছে। বাংলাবাজার ঘাট সূত্রে জানা গেছে, সোমবার সকাল থেকে ঢাকামুখী মানুষের যাত্রা অব্যাহত রয়েছে। ফেরিঘাটের সবগুলো ঘাট চালু থাকায় শিমুলিয়া থেকে একযোগে তিন-চারটি ফেরি যাত্রী ও হালকা যানবাহন নিয়ে বাংলাবাজার ঘাটে আসছে। বাংলাবাজার ঘাট থেকে ঢাকামুখী হাজার হাজার যাত্রী নিয়ে শিমুলিয়ার দিকে ছেড়ে যাচ্ছে। বাংলাবাজার-শিমুলিয়া নৌপথে এই মুহূর্তে ১৭ ফেরি সচল রয়েছে। ঈদের ৩দিন পরও শিমুলিয়া থেকে দক্ষিনাঞ্চলের যাত্রীদের চাপ অব্যাহত রয়েছে। তবে অন্যান্য দিনের চেয়ে সোমবার ঘরে ফেরা মানুষের সংখ্যা তুলনামূলকভাবে একটু কম। ভোর থেকে বেলা বাড়ার সাথে সাথে ঢাকামুখী যাত্রী চাপ বাড়ছে। ঢলের মতো রাজধানীমুখী মানুষ বাংলাবাজার ঘাটে এসে জড়ো হচ্ছে। তবে গাদাগাদি রোধে প্রশাসন ও আইন শৃঙ্খলা বাহিনী তৎপর রয়েছে। যাত্রীদের চাপ সামাল দিনে রবিবার থেকে দুইটি নতুন ফেরি যোগ করেছে বিআইডব্লিউটিসি। পাটুরিয়া-দৌলতদিয়া থেকে রো রো ফেরি বীরশ্রেষ্ট জাহাঙ্গীর মেরামত শেষে এবং ডাম্ব ফেরি রানীক্ষেত নামে ফেরি ২টি বাংলাবাজার-শিমুলিয়া নৌপথে যোগ করা হয়েছে। বর্তমানে ১৭ ফেরি দিয়ে পারাপার করা হচ্ছে। বিআইডব্লিউটিসি ও বিআইডব্লিউটিএর পক্ষ থেকে মাইকিং করে ফেরিগুলোতে সুশৃংখলভাবে উঠতে যাত্রীদের বাববার সতর্ক করা হচ্ছে। যাত্রীদের নির্বিঘেœ গন্তব্যে পৌছাতে বিভিন্ন রাস্তার মোড়ে মোড়ে ও ঘাট এলাকায় ২ শতাধিক পুলিশ, র্যাব, নির্বাহী ম্যাজিস্ট্রেট, ফায়ার সার্ভিস, আনসার সদস্য নিয়োজিত রয়েছেন। স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে একটি মেডিকেল টিম দায়িত্ব পালন করছেন। বিআইডব্লিউটিসি কাঁঠালবাড়ি ঘাট ম্যানেজার মো: সালাউদ্দিন বলেন, ‘আজ ঢাকামুখী যাত্রীদের চাপ বেশি। যাত্রী পারাপার নির্বিঘœ করতে একটি রো রো ও একটি ডাম্ব ফেরি যোগ করা হয়েছে। বর্তমানে ১৭ টি ফেরি দিয়ে যাত্রী ও যানবাহন পারাপার করা হচ্ছে।’ মাদারীপুর পুলিশ সুপার গোলাম মোস্তফা রাসেল বলেন, ‘কর্মস্থলমুখো যাত্রীদের পাশাপাশি ঘরে ফেরা যাত্রীদের চাপও রয়েছে। যাত্রীদের যাতায়াত নির্বিঘœ করতে ঘাট এলাকায় ২ শতাধিক পুলিশ, র্যাব, নির্বাহী ম্যাজিস্ট্রেট ফায়ার সার্ভিস, আনসারসহ পর্যাপ্ত আইন শৃংখলা বাহিনী নিয়োজিত রয়েছে। মেডিকেল টিমের সদস্যরা দায়িত্ব পালন করছেন। কোথাও কোন বিশৃংখলা দেখা দিলে ব্যবস্থা নেওয়া হচ্ছে।’
×