ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

পল্লী বিদ্যুতের একগুঁয়েমি

নওগাঁয় সেচের অভাবে আড়াই শ’ বিঘা জমির বোরো নষ্ট

প্রকাশিত: ২০:৫৫, ৪ মে ২০২১

নওগাঁয় সেচের অভাবে আড়াই শ’ বিঘা জমির বোরো নষ্ট

নিজস্ব সংবাদদাতা, নওগাঁ, ৩ মে ॥ জেলার আত্রাই উপজেলায় পল্লী বিদ্যুত সমিতির একগুঁয়েমির কারণে পানি সেচ দিতে না পারায় শতাধিক কৃষকের প্রায় আড়াই শ’ বিঘা জমির বোরো ধান সম্পূর্ণভাবে পুড়ে নষ্ট হয়ে গেছে। বিল পরিশোধ করে আবেদন করার পরও এলএলপি লাইনে সংযোগ না দিয়ে মিটার খুলে নিয়ে যাওয়ার ফলে জমিতে সেচ দিতে পারেনি কৃষক। ফলে এসব জমির ধান সম্পূর্ণভাবে পুড়ে চিটা হয়ে গেছে। যেখানে বিঘা প্রতি ২৫ থেকে ৩০ মণ ধান উৎপাদিত হওয়ার কথা, সেখানে মাত্র ৩ থেকে ৪ মণ ধান কৃষকরা ঘরে তুলতে পারছেন। অধিকাংশ ধান চিটা হয়ে গেছে। ধানের এই অবস্থা দেখে একজন কৃষক মাঠেই হার্ট ফেল করে মৃত্যুবরণ করার ঘটনাও ঘটেছে। সরেজমিনে জানা গেছে, জেলার আত্রাই উপজেলার বিশা ইউনিয়নে দর্শনগ্রামের মহাতাব উদ্দিনের একটি এলএলপি কানেকশন রয়েছে। কিন্তু পাশের এলএলপির ম্যানেজার জনৈক আজাহার আলীর বিদ্যুত বিল বকেয়া পড়ে। এখন আজাহার আলীর বকেয়া বিল পরিশোধ না করা পর্যন্ত এই প্রকল্পেও সংযোগ দেয়া হবে না বলে জানিয়ে দেয়া হয়। এখন আজহারের দায়ভার এই এলএলপির ওপর চাপিয়ে দেয়ার ফলে মহাতাব উদ্দিনের আওতাভুক্ত কৃষকরা পানির জন্য তাকে চাপ দিতে থাকে। কারণ ওইসব জমিতে আরও কমপক্ষে ৩টি সেচ প্রয়োজন। সেচের অভাবে এসব জমির ধান মরে যেতে শুরু করে। কৃষকরা হতাশ হয়ে পড়েন। প্রায় এক মাস ধরে জমিতে সেচ দিতে না পারায় এসব জমি ফেটে চৌচির হয়ে পড়ে। কৃষকদের চাপে বার বার আত্রাই পল্লী বিদ্যুত সমিতির অফিসে ধর্ণা দিয়েছেন এলএলপির ম্যানেজার মহাতাব উদ্দিন। সমিতির কর্মকর্তারা তার নিকট বকশিশ দাবি করেছেন বলে তিনি অভিযোগ করেন। বকশিশ ছাড়া সংযোগ দেয়া যাবে না বলে সাফ জানিয়ে দেয়া হয়েছে বলে জানান তিনি।
×