ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

টিকা পেতে দেরি

সেরামকে আইনী নোটিস এ্যাস্ট্রাজেনেকার

প্রকাশিত: ২০:৩১, ৯ এপ্রিল ২০২১

সেরামকে আইনী নোটিস এ্যাস্ট্রাজেনেকার

কোভিশিল্ড উৎপাদনে চুক্তিবদ্ধ সেরাম ইনস্টিটিউট অব ইন্ডিয়াকে (এসআইআই) আইনী নোটিস পাঠিয়েছে এ্যাস্ট্রাজেনেকা। টিকার চালান সময়মতো সরবরাহ করতে না পারায় এই নোটিস পেয়েছে সেরাম, যা ভারতের গণমাধ্যম জানিয়েছে। খবর এনডিটিভির। করোনা প্রতিরোধে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় উদ্ভাবিত টিকাটি বাজারজাত করছে ব্রিটিশ-সুইডিশ কোম্পানি এ্যাস্ট্রাজেনেকা। তারা সেরামকে দিয়ে টিকা তৈরি করাচ্ছে। বিশ্বের সবচেয়ে বড় টিকা উৎপাদনকারী প্রতিষ্ঠান সেরামের প্রধান নির্বাহী আদর পুনাওয়ালা এক সাক্ষাতকারে বলেন, এ্যাস্ট্রাজেনেকা আমাদের একটি আইনী নোটিস পাঠিয়েছে (টিকা সরবরাহে দেরির কারণে) এবং আর ভারত সরকার বিষয়টি সম্পর্কে জানে। মঙ্গলবার ভারতের বিজনেস স্ট্যান্ডার্ডকে দেয়া সাক্ষাতকারে তিনি আরও বলেন, আইনী নোটিসের বিষয়ে আমি মন্তব্য করতে পারছি না, কারণ এর সঙ্গে গোপনীয়তার নীতি জড়িত। তবে সদ্ভাব বজায় রেখে বিষয়টি সুরাহা করার জন্য আমরা সম্ভাব্য সব পথই বিবেচনা করে দেখছি।
×