ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

মোহামেডানের নির্বাচনে জিতলেন ১৬ পরিচালক

প্রকাশিত: ০০:৪৮, ৭ মার্চ ২০২১

মোহামেডানের নির্বাচনে জিতলেন ১৬ পরিচালক

স্পোর্টস রিপোর্টার ॥ ঐতিহ্যবাহী মোহামেডান স্পোর্টিং ক্লাবের বহুল প্রতীক্ষিত নির্বাচন অনুষ্ঠিত হয়েছে শনিবার। ক্লাবের বার্ষিক সাধারণ সভা শেষে দুপুর ২টা থেকে শুরু হয় ভোটগ্রহণ। শেষ হয় সন্ধ্যা ৬টায়। তবে ভোট গণনা করে ফল জানাতে লেগে যায় রাত প্রায় সাড়ে ৯টা পর্যন্ত। রাজধানীর লা মেরিডিয়ান হোটেলে অনুষ্ঠিত এই নির্বাচনে ১৬টি পরিচালক পদের বিপরীতে লড়াই করেন ২০ প্রার্থী। পরিচালক বাছাইয়ের এই নির্বাচনে ভোটারসংখ্যা ছিলেন ৩৩৭ জন। এর মধ্যে ভোট পড়ে ২৩৯টি। ভোট বাতিল হয় ৭টি। পরিচালক পদে যে ১৬ জন জয়লাভ করেন, তারা হলেন : শফিকুল ইসলাম মহিউদ্দিন-এমপি (২২৬ ভোট), মাহবুব-উল আনাম (২২৩), প্রকৌশলী গোলাম মোঃ আলমগীর (২২৩), সিদ্দিকুর রহমান (২২১), মোস্তফা কামাল (২২০), মাসুদুজ্জামান (২১৯), মইন উদ্দিন হাসান রশিদ (২১৮), এজিএম সাব্বির (২১৮), কাজী ফিরোজ রশীদ-এমপি (২১৮), দাতো মোঃ ইকরামুল হক (২১৫), মঞ্জুর আলম (২১৪), খোজেস্তা-নুর-ই-নাহরিন (২১০), আবু হাসান চৌধুরী প্রিন্স (২০৮), প্রকৌশলী কবির আহমেদ ভুঁইয়া (১৭৬), হানিফ ভুঁইয়া (১৪৪) এবং জামাল রানা (১৪৪)। যে চার প্রার্থী পরাজিত হন, তারা হলেন : মোস্তাকুর রহমান (১৪১), আব্দুস সালাম মুর্শেদী-এমপি (১২১), সাজেদ এএ আদেল (৯৫), কামরুন নাহার ডানা (৫৪), প্রসঙ্গত, ক্লাবের সভাপতি পদে নির্বাচন হয়নি। কেননা এই পদে আগেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন সাবেক সেনাপ্রধান জেনারেল আবদুল মুবীন (অব)। নির্বাচনে পরিচালক পদে ১৬ জনের একটি প্যানেল হয়েছিল। এই প্যানেলের বাইরে স্বতন্ত্র বা আলাদা প্যানেল থেকে নির্বাচন করেন ডানা, মোস্তাকুর এবং জামাল রানা। ২০ জন পরিচালক প্রার্থীর মধ্যে আব্দুস মুর্শেদী (বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সিনিয়র সহ-সভাপতি) ও প্রকৌশলী গোলাম মোহাম্মদ আলমগীর ভোট দিতে আসেননি। নির্বাচনের নিয়ম অনুযায়ী প্রত্যেক ভোটারকে ১৬ পরিচালককে ভোট দিতে হয়েছে। ১৬টির কম বা বেশি ভোট দিলে ব্যালট বাতিল হবে বলে আগেই জানিয়েছিলেন প্রধান নির্বাচন কমিশনার এবিএম রিয়াজুল কবির কাউছার।
×