ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

শেরপুরে তাঁতীদের সাথে জেলা প্রশাসনের মতবিনিময় সভা

প্রকাশিত: ১৬:৩৬, ২ মার্চ ২০২১

শেরপুরে তাঁতীদের সাথে জেলা প্রশাসনের মতবিনিময় সভা

নিজস্ব সংবাদদাতা, শেরপুর ॥ শেরপুর জেলায় তাঁত শিল্পের উন্নয়নে স্থানীয় তাঁতী এবং ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর গারো ও কোচ সম্প্রদায় তাঁতীদের সাথে মতবিনিময় সভা করেছে জেলা প্রশাসন। আজ মঙ্গলবার দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষ রজনীগন্ধায় আয়োজিত ওই মতবিনিময় সভায় সভাপত্বি করেন জেলা প্রশাসক আনার কলি মাহবুব। সভায় জেলা প্রশাসক বিলুপ্ত প্রায় তাঁত শিল্পকে আবারও জাগিয়ে তুলতে নানা পরিকল্পনা গ্রহণসহ সদর উপজেলার পল্লীতে গড়ে উঠা জামদানী তাঁতীদের সুযোগ-সুবিধা বাড়াতে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করার কথা জানান। মতবিনিময় সভায় শেরপুরের স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক (উপ-সচিব) এটিএম জিয়াউল ইসলাম, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট তোফায়েল আহমেদ, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মুক্তাদিরুল ইসলাম, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ ফিরোজ আল মামুন, জেলা সমাজসেবা অধিদফতরের উপ-পরিচালক এটিএম আমিনুল ইসলাম, জেলা সমবায় কর্মকর্তা আবুল কাশেম, সদর উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা হামিদুর রহমান, সদর উপজেলা সমবায় কর্মকর্তা জাহাঙ্গীর আলম খান, সদর উপজেলা মৎস্য কর্মকর্তা দেবযানী ভৌমিক, জামদানী তাঁতী কামরুল হাসানসহ জেলার বিভিন্ন স্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, জামদানি তাঁতী, আদিবাসী তাঁতী ও স্থানীয় গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
×