ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

জাবিতে তিন হল ত্যাগ করেছে শিক্ষার্থীরা

প্রকাশিত: ১৮:২৭, ২৩ ফেব্রুয়ারি ২০২১

জাবিতে তিন হল ত্যাগ করেছে শিক্ষার্থীরা

জাবি সংবাদাতা ॥ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) প্রশাসনের নির্দেশ মেনে নিয়ে তিনটি আবাসিক হল ত্যাগ করেছে শিক্ষার্থীরা। হলগুলো হলো, শহীদ সালাম-বরকত হল, শহীদ রফিক-জব্বার হল, বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা হল। এখনও ছয়টি ছাত্র হলে শিক্ষার্থীরা অবস্থান করছে। প্রভোস্ট কমিটির সভাপতি অধ্যাপক ড. মো. মোতাহার হোসেন বলেন, “তিনটি হল থেকে শিক্ষার্থীরা চলে গেছে। অন্য হলগুলোতেও আমরা শিক্ষার্থীদেরকে হল ছাড়া কথা বলে এসেছি। আমরা এখনও আশাবাদী, আইনের প্রতি শ্রদ্ধা রেখে আমাদের শিক্ষার্থীরা দ্রুত হল ত্যাগ করবে।” ছাত্রলীগ নেতা-কর্মীরাও দ্রুত হল ত্যাগ করবে জানিয়েছেন জাবি ছাত্রলীগ সভাপতি জুযেল রানা। তিনি জনকণ্ঠকে বলেন, “সরকার শিক্ষার্থীদের ভালোর কথা চিন্তা করেই একটা সিদ্ধান্ত দিয়েছে। সাধারণ শিক্ষার্থীদের সরকারে উপর ভরসা রাখা উচিৎ।”
×