ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

উদ্যোক্তা কৃষক সম্মেলন

প্রকাশিত: ২১:২৬, ১৪ জানুয়ারি ২০২১

উদ্যোক্তা কৃষক সম্মেলন

নিজস্ব সংবাদদাতা, ঝিনাইদহ, ১৩ জানুয়ারি ॥ সরকার ঘোষিত ক্ষুধা-দারিদ্র্যমুক্ত, উন্নত ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ার লক্ষ্যকে সামনে রেখে মুজিব শতবর্ষ এবং মুক্তিযুদ্ধের সুবর্ণজয়ন্তির প্রাক্কালে কৃষি ও কৃষকের কল্যাণে ‘ভরসার নতুন জানালা’ খুলে দেয়ার অঙ্গীকার নিয়ে অনুষ্ঠিত হলো উদ্যোক্তা কৃষক সম্মেলন। বুধবার বিকেলে কালীগঞ্জ উপজেলায় হাঙ্গার ফ্রি ওয়ার্ল্ড চত্বরে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক, উন্নয়ন সংগঠন বিসেফ ফাউন্ডেশন এবং বিকশিত বাংলাদেশ ফাউন্ডেশন এই সম্মেলন আয়োজন করে। অনুষ্ঠানে কালীগঞ্জ উপজেলা কৃষি কর্মকর্তা শিকদার মোহায়মেন আক্তারের সভাপতিত্বে আয়োজিত কৃষক সম্মেলনে উপস্থিত ছিলেন ইউসিবি ব্যাংকের সেক্রেটারি এটিএম তাহমিদুজ্জামান, কৃষি সংগঠক ও গণমাধ্যম ব্যক্তিত্ব অধ্যাপক রেজাউল করিম সিদ্দিক প্রমুখ। স্বাদ ও মিষ্টিবনকে জরিমানা স্টাফ রিপোর্টার, কক্সবাজার ॥ শহরের আলীর জাহাল এলাকায় বাজার তদারকি অভিযান চালিয়ে মিষ্টিবন বেকারি ও স্বাদ বেকারিকে ৫০ হাজার করে একলাখ টাকা জরিমানা করেছে। বুধবার দিনব্যাপী জাতীয় ভোক্তা অধিকার কক্সবাজারের সহকারী পরিচালক মোঃ ইমরান হোসাইন এ অভিযান পরিচালনা করেন। মিষ্টিবন এবং স্বাদ বেকারিকে পণ্যের গায়ে মূল্য উল্লেখ না করা, উৎপাদন ও মেয়াদ উত্তীর্ণের তারিখ না থাকা, নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে খাবার প্রস্তুত করার অপরাধে ৫০ হাজার টাকা করে একলাখ টাকা জরিমানা করা হয়েছে।
×