ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

সাঈদ খোকনের মামলা তদন্তে পিবিআই

প্রকাশিত: ২২:৫৫, ৩১ ডিসেম্বর ২০২০

সাঈদ খোকনের মামলা তদন্তে পিবিআই

কোর্ট রিপোর্টার ॥ রাজধানীর গুলিস্তানের ফুলবাড়িয়া সুপার মার্কেট-২-এ দোকান বরাদ্দে অনিয়মের অভিযোগে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের সাবেক মেয়র সাঈদ খোকনসহ ৭ জনের বিরুদ্ধে মামলার আবেদন গৃহীত হয়েছে। সেই সঙ্গে আদালত মামলাটি তদন্তের জন্য পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)-কে নির্দেশ দিয়েছে। তদন্ত প্রতিবেদন ৩১ জানুয়ারি দাখিলের নির্দেশ দেয়া হয়েছে। গতকাল বুধবার ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আশেক ইমাম এই আদেশ দেন। মঙ্গলবার সকালে আদালতে মামলা দায়েরের আর্জি করেন মার্কেটের দোকান মালিক সমিতির সভাপতি দেলোয়ার হোসেন দুলু। মামলার অন্য আসামিরা হলেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের সাবেক প্রধান রাজস্ব কর্মকর্তা মোঃ ইউসুফ আলী সরদার, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন সাবেক উপ-সহকারী প্রকৌশলী মাজেদ, কামরুল হাসান, হেলেনা আক্তার, আতিকুর রহমান স্বপন ও ওয়ালিদ।
×